আগুনে পোড়ার প্রাথমিক চিকিৎসা

প্রতিনিয়ত আমাদের আশেপাশে বিভিন্ন ধরনের অগ্নিকাণ্ড ঘটে থাকে। এ দুর্ঘটনার মূল কারণ হলো মানুষের অসচেতনতা। মানুষ বিভিন্ন দ্রব্যাদি ব্যবহারের সময় অসতর্ক থাকায় অগ্নিকাণ্ড ঘটে থাকে। গ্যাসের চুলা, মোমবাতি, হারিকেল, মশা মারার জ্বলন্ত কয়েল, হ্যান্ড স্যানিটাইজার, বডি স্প্রে, গরম পানি, বিদ্যুৎ ইত্যাদি ব্যবহারে অসচেতন থাকার কারণে মারাত্মক অগ্নি কান্ডের সৃষ্টি হতে পারে।


অগ্নিকাণ্ডে পুড়ে গেলে প্রথমে অগ্নিকাণ্ডের স্থান থেকে সরে আসতে হবে। এবং পরিধিও গহনাও কাপড় যত দ্রুত সম্ভব খুলে ফেলতে হবে। আগুনে পুড়ার পরবর্তী ২৪ ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ। এ সময়ের মধ্যে সঠিক চিকিৎসা দিতে পারলে পুড়ার পরিমাণ কমানো সম্ভব। এতে করে পুড়া ব্যক্তির মৃত্যু ঝুঁকিও কমানো সম্ভব।

আগুনে পোড়া ৩ ধরনের

  • কন্টাক্ট বার্ন: তরল পদার্থ বা কঠিন পদার্থের সংস্পর্শে এসে পোড়া একে কন্টাক্ট বার্ন বলা হয়।
  • ফ্লেম বার্ন: আগুনের সংস্পর্শে পোড়া একে ফ্লেম বার্ন বলা হয়।
  • কেমিক্যাল বার্ন: রাসায়নিক পদার্থের সংস্পর্শে পোড়া একে কেমিক্যাল বার্ন বলা হয়।

আগুনে শরীরের পোড়া ৪ ধরনের

  • ফার্স্ট ডিগ্রি বার্ন: ত্বকের উপরের স্তর পুড়ে যায় এর কারণে ত্বকে ব্যথার অনুভব হয় এবং ত্বক ফুলে যায়।
  • সেকেন্ড ডিগ্রি বার্ন: ত্বকের ভেতরের স্তর পুড়ে যায় এর কারণে ত্বকে ফোসকা পরে যার ভেতরে পানি থাকে।
  • থার্ড ডিগ্রি বার্ন: ত্বকের সম্পূর্ন স্তর পুড়ে যায়।
  • ফোর্থ ডিগ্রি বার্ন: হাড়ের ক্ষতি হয়।
আগুনে পুড়ে গেলে যত দ্রুত সম্ভব হাসপাতালে নিয়ে যাওয়া উচিত। তবে আগুনে পোড়ার প্রাথমিক কিছু চিকিৎসা রয়েছে। তবে পোড়া স্থানে খুব বেশি গরম বা খুব বেশি ঠান্ডা পানি বা বরফ ঢালা উচিত নয়। 

কারণ এতে করে আক্রান্ত স্থানের কোষগুলোর ক্ষতি হতে পারে। পোড়া স্থানে লবণ পানি, ভাতের মার, তেল, টুথপেস্ট, ডিম ইত্যাদি এগুলো কোন কিছু ঠেকানো উচিত নয়। কারণ এতে সংক্রমণ হতে পারে। পোড়া রোগীকে বারবার তরল জাতীয় খাবার খাওয়াতে হবে। যেমন: স্যালাইন, পানি, ডাবের পানি ইত্যাদি। 

আক্রান্ত স্থান কাপড় বা কোন কিছু দিয়ে বাধা যাবে না এবং আক্রান্ত ব্যক্তিকে কম নড়াচড়া করতে হবে। অগ্নিকাণ্ড নামক ভয়াবহ দুর্ঘটনা প্রতিরোধ করতে যেসব জিনিস দ্বারা অগ্নিকাণ্ড হওয়ার সম্ভাবনা রয়েছে সেগুলো ব্যবহারে আমাদের সকলকে সচেতন থাকতে হবে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ব্লগারের জিহাদের নীতিমালা মেনে কমেন্ট করুন;

comment url