Euglena-র প্রাণী ও উদ্ভিদ এর বৈশিষ্ট্য গুলো উল্লেখ করা হলো

Euglena ইউগ্লোনোফাইসী শ্রেণির অন্তর্গত এককোষী মিঠা পানির শৈবাল। Euglena-র দেহের আকৃতি লম্বা সরু ও মাকু আকৃতি। দেহের অগ্রভাগ ভোতা ও গোলাকার মধ্যাংশ কিছুটা চ্যাপ্টা এবং নিম্নাংশ সরু। Euglena-র শনাক্তকারী বৈশিষ্ট্য উদ্ভিদ ও প্রাণীর বৈশিষ্ট্যের সাথে মিল থাকার কারণে প্রানি জগতে এর অবস্থান সম্পর্কে ঝামেলার সৃষ্টি হয়।



Euglena-র প্রাণী ও উদ্ভিদ এর বৈশিষ্ট্য

উদ্ভিদ
  • দেহে ক্লোরোফিল থাকায় সালেকসংশ্লেষণে সক্ষম।
  • এর চলন প্রক্রিয়া Chlamydomonas, Volvox ও ব্যাকটেরিয়ার সাথে মিল রয়েছে।
  • Chlamydomonas এর মতোই প্রতিকূল পরিবেশে এরা পামেলা দশার মতো সিস্ট গঠন করে প্রতিকূলতা অতিক্রম করে।
  • Chlamydomonas এর মতোই অনুকূল পরিবেশে প্রত্যাবর্তনে সিস্ট এর প্রাচীর ভেঙ্গে মুক্ত হয়ে স্বাধীন ভাবে জীবন-যাপন করে।
এসব কারণেই উদ্ভিদ বিজ্ঞানীগণ Euglena-কে Euglenophyta-র অন্তর্ভুক্ত করেছেন।

প্রাণী
  • Euglena-র কোষ প্রাচীরের সেলুলোজ এর বদলে পেলিকল প্রোটিন বিদ্যমান।
  • Euglena-র দেহে একটু বড় আকারের ও বেশ কয়েকটি ছোট আকারের সংকোচনশীল গহ্বর বিদ্যমান।
  • এদের খাদ্য গ্রহণ পদ্ধতি প্রাণীর খাদ্য গ্রহণ পদ্ধতির সাথে মিল রয়েছে।
  • এর চলন প্রক্রিয়া প্রাণীদের মত।
  • এর রেচন ক্রিয়া ব্যাপন প্রক্রিয়ায় সম্পন্ন হয়।
  • এর সঞ্চিত খাদ্য শ্বেতসার এর পরিবর্তে প্যারামাইলন।
  • এর পুষ্টি স্যাপ্রোফাইটিক।
  • এর দেহের অভ্যন্তরে ব্লেফারোপ্লাস্ট এবং আলোক সংবেদী বা চক্ষু বিন্দু বর্তমান।
এসব বৈশিষ্ট্যের কারণেই প্রাণী বিজ্ঞানীরা Euglena-কে Protozoa পর্বের Euglenoaphyceae শ্রেণীতে স্থান দিয়েছেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ব্লগারের জিহাদের নীতিমালা মেনে কমেন্ট করুন;

comment url