জান্নাতি মৃত্যুর ১২ টি লক্ষন- কী কী জেনে নিন
প্রত্যেক ব্যক্তি কেই একদিন না একদিন মৃত্যু বরণ করতে হবে। কেউ রেহাই পাবে না। এর মধ্যে ১২ টি জান্নাতি মৃত্যুর লক্ষণ কোন গুলো - সেগুলো জেনে নিন।
জান্নাতি মৃত্যুর ১২ টি লক্ষন
- মৃত্যুর সময় কালেমা পাঠ করতে পারা। (সহীহ আবু দাউদ -২৬৭৩)
- মৃত্যুর সময় কপালে ঘাম বের হওয়া। (তিরমিজি -৯৮০)
- জুমার রাতে বা দিনে মৃত্যু বরন করা। (তিরমিজি -১০৭৪)
- আল্লাহর রাস্তায় যুদ্ধরত অবস্থায় মৃত্যু বরণ করা। (সহীহ মুসলিম- ১৯১৫)
- প্লেগ রোগে মৃত্যু বরণ করা। (বুখারী- ২৮৩০ / মুসলিম- ১৯১৬)
- যে কোনো পেটের পীড়াতে মৃত্যু বরণ করা। (সহীহ মুসলিম- ১৯১৫)
- কোনো কিছু ধ্বসে পড়া বা পানিতে ডুবে মৃত্যুবরণ করা। (সহীহ বুখারী- ২৮২৯)
- গর্ভবতী নারীর মৃত্যু বরণ করা। (আবু দাউদ- ৩১১১)
- আগুনে পুড়ে বা যক্ষা রোগে মৃত্যবরণ করা। (সহীহ তারগিব ওয়াত তারহীব- ১৩৯৬)
- নিজের ধর্ম সম্পদ ও জীবন রক্ষা করতে গিয়ে মৃত্যু বরণ করা। (তিরমিজি- ১৪২১ / মুসলিম- ১৪১)
- আল্লাহর রাস্তায় প্রহরীর দায়িত্ব পালন করতে গিয়ে মৃত্যু।
- নেক আমল রত অবস্থায় মৃত্যু বরণ করা।
আল্লাহ তায়ালা আমাদের সবাই কে শহীদি মৃত্যু নসিব করুক। (আমিন)
লেখকের মন্তব্যঃ পোস্ট টি ভালো লাগলে আত্মীয় স্বজন দের সাথে সেয়ার করুন এবং আপনাদের কোন মতামত থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না।
ব্লগারের জিহাদের নীতিমালা মেনে কমেন্ট করুন;
comment url