মৌলিক পদার্থ, পরমাণু এবং অনুর সংজ্ঞা _সংক্ষিপ্ত বিশ্লেষণ

মৌলিক পদার্থ

যে পদার্থ কে কোনো রাসায়নিক পদ্ধতিতে দুই বা ততোধিক ভি ধর্মবিশিষ্ট পদার্থে পরিণত করা যায় না, অর্থাৎ যে পদার্থ কে বিশ্লেষণ করলে সেই পদার্থ ব্যতীত অন্য কোনো নতুন পদার্থ পাওয়া যায় না, তাকে মৌল বা মৌলিক পদার্থ বলে।

উদাহরণঃ হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন, আয়রন, কপার ইত্যাদি মৌল।


২০১৬ সালের ২৮ নভেম্বর পর্যন্ত সর্বমোট ১১৮ টি মৌল শনাক্ত করা হয়েছে। আন্তর্জাতিক রসায়ন ও ফলিত রসায়ন সংস্থা (International Union Of Pure Applied Chemistry), ১১৮ টি মৌল কেই স্বীকৃতি দিয়েছে এবং ১১৮ টির নামকরণও স্বীকৃত হয়েছে। এদের মধ্যে ৯৮ টি মৌল প্রকৃতিতে পাওয়া যায়। এই ৯৮ টি মৌলের মধ্যে ৮৪ টি মৌলকে প্রাথমিক মৌল বলা হয় এবং বাকি ১৪ টি মৌল কে তেজস্ক্রিয়তার মাধ্যমে উৎপন্ন করা হয়।

মৌলিক পদার্থ গুলো ৩ ভাগে বিভক্ত, যথা_
  1. ধাতু (Metal): যে-সকল মৌল সহজেই ইলেকট্রন ত্যাগ করে, তাকে ধাতু বলে। যেমন:- পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম,জিংক, পারদ, নিকেল ইত্যাদি।
  2. অধাতু (Non-Metal): যে-সকল মৌল সহজেই ইলেকট্রন গ্রহণ করে, তাকে অধাতু বলে। যেমন:- হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ক্লোরিন ইত্যাদি।
  3. ধাতুকল্প (Metalloid): কতগুলো মৌলের কিছু বৈশিষ্ট্য ধাতু ন্যায়, আবার কিছু কিছু বৈশিষ্ট্য অধাতু ন্যায়, এগুলো কে অপধাতু বা ধাতুকল্প বলে। যেমন:- আর্সেনিক, অ্যান্টিমনি ইত্যাদি।

পরমাণু

মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যার স্বাধীন অস্তিত্ব নেই কিন্তু রাসায়নিক বিক্রিয়ায় সরাসরি অংশ গ্রহণ করতে পারে, তাকে পরমাণু বলে। যেমন:- পানির একটি অণু (H২O)- তে দুটি হাইড্রোজেন (H২) এবং একটি অক্সিজেন (O) পরমাণু, অর্থাৎ মোট ৩ টি পরমাণু আছে।

অণু

মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যা ঐ পদার্থের ধর্মাবলী বজায় রেখে স্বাধীন ভাবে অবস্থান করতে পারে, তাকে অণু বলে। যেমন:- একটি চক পেন্সিল নিয়ে এর গুঁড়াকে বার বার বিভক্ত করে ক্ষুদ্র ক্ষুদ্র কণা পাওয়া যায়। তাকে পুনঃপুন বিভক্ত করলে ক্ষুদ্রতম কণা পাওয়া যাবে কিন্তু এতে চকের ধর্ম বিদ্যমান থাকবে না এবং স্বাধীনভাবে থাকতে পারবে না। চকের যে ক্ষুদ্র কণা যাতে চকের ধর্মগুলে বিদ্যমান এবং স্বাধীনভাবে থাকতে পারে, তাই ঐ চকের অণু।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ব্লগারের জিহাদের নীতিমালা মেনে কমেন্ট করুন;

comment url