প্লানটি (Plantae) রাজ্যের বৈশিষ্ট্য _জেনে নিন!

বৈশিষ্ট্যঃ

  • এরা প্রকৃত নিউক্লিয়াসযুক্ত সালোকসংশ্লেষণকারী উদ্ভিদ।
  • এদের দেহে উন্নত টিস্যুতন্ত্র বিদ্যমান।
  • এদের ভ্রূণ সৃষ্টি হয় এবং তা থেকে ডিপ্লয়েড পর্যায় শুরু হয়।
  • এরা প্রধানত স্থলজ, তবে অসংখ্য জলজ প্রজাতি আছে।
  • এদের যৌন জনন অ্যানাইসোগ্যামাস (anisogamous) অর্থাৎ আকার, আকৃতি অথবা শরীরবৃত্তীয় পার্থক্যবিশিষ্ট ভিন্নধর্মী দুটি গ্যামেটের মিলনের মাধ্যমে সম্পন্ন হয়।
  • এরা আর্কিগোনিয়েট অর্থাৎ আর্কিগোনিয়াম বা স্ত্রীজনন অঙ্গবিশিষ্ট উদ্ভিদ।
  • এরা সুপুষ্পক।


উদাহরণঃ উন্নত সবুজ উদ্ভিদ।

ক্যারোলাস লিনিয়াসের সময়কাল থেকে শুরু করে বিংশ শতাব্দীর মাঝামাঝি সময় পর্যন্ত জীবজগৎকে উদ্ভিদজগৎ এবং প্রাণীজগৎ হিস বিবেচনা করে দুটি রাজ্যে (Kingdom) শ্রেণিবিন্যাস করা হতো। বিজ্ঞানের অগ্রযাত্রায় বর্তমানে কোষের DNA ( Deoxyribo Nucleic aacid) এবং 

RNA (Ribonucleic Acid)-এর প্রকারভেদ, জীবদেহে কোষের বৈশিষ্ট্য, কোষের সংখ্যা ও খাদ্যাভাসের তথ্য-উপাত্তের উপর ভিত্তি করে আর. এইচ. হুইটেকার (R.H.Whittaker) ১৯৬৯ সালে জীবজগৎ কে প্রাচটি রাজ্য বা ফাইভ কিংডমে (Five Kingdom) ভাগ করার প্রস্তাব করেন। পরবর্তী কালে মারগুলিস (Margulis) ১৯৭৪ সালে Whittaker- এর শ্রেণিবিন্যাসের পরিবর্তিত ও বিস্তারিত রূপ দেন। 

তিনি সমস্ত জীবজগৎ কে দুটি সুপার কিংডমে ভাগ করেন এবং পাঁচটি রাজ্যকে দুটি সুপার কিংডমের আওতাভুক্ত করেন। সে দুটি হলো (a) সুপার কিংডম 1 এবং দ্বিতীয় টি (b) সুপার কিংডম 2। প্লানটি রাজ্য সুপার কিংডম 2 এর অন্তর্ভুক্ত।


লেখকের মন্তব্যঃ আশা করি পোস্ট টি থেকে আপনি অনেক অজানা তথ্য জানতে পেরেছেন। পোস্ট টি হতে কোনো উপকার পেলে বা পোস্ট টি ভালো লাগলে পরিচিত দের সাথে সেয়ার করুন। আর আপনার কোনো সমস্যা বা মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এমন পোস্ট পেতে অবশ্যই আমাদের গুগলে ফোলো করে রাখুন। কেননা আমরা প্রতিনিয়ত এমন পোস্ট করে থাকি। যা আপনার জ্ঞান বৃদ্ধি তে ভূমিকা রাখবে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ব্লগারের জিহাদের নীতিমালা মেনে কমেন্ট করুন;

comment url