নেমাটোডা পর্বের প্রাণীদের উদাহরণ এবং নেমাটোডা পর্বের বৈশিষ্ট্য

নেমাটোডা পর্বের প্রাণীদের উদাহরণ

গ্রিক শব্দ nema, যার অর্থ সুতা। এই পর্বের প্রাণীরা নলাকার, সরু ও লম্বা হয়ে থাকে। চ্যাপ্টা বা ফিতাকৃমির সাথে এদের পার্থক্য হলো এদের এই নলাকার গঠন; আর এই গঠন স্থায়ীত্ব পায় এদের দেহের ভেতরে থাকা গহ্বরের জন্য। গহ্বরের ভেতরে পানিপূর্ণ থাকার কারণে তা এদের গঠনকে দৃঢ়তা প্রদান করে ও কঙ্কালের মতো কাজ করে। 



এদের দেহে পরিপাকনালি রয়েছে, এর গঠন সোজা ও শাখাহীন এবং মুখ থেকে পায়ু পর্যন্ত বিস্তৃত। এই পর্বের প্রাণীরা অনেক ক্ষেত্রেই পরজীবি, মানুষসহ বিভিন্ন প্রাণীর দেহের ভিতরে বাস করে। যেমন:- হুকওয়ার্ম এই পর্বের একধরনের কৃমি, এরা মানুষের অন্ত্রে বাস করে। এদের দেহ পুরু কিউটিকল নামক পদার্থ দিয়ে আবৃত থাকে। 

ফলে পোষক দেহের পরিপাকনালীর ভেতরে থাকলেও পরিপাকনালীর যে তীব্র পাচক রস বা এনজাইম থাকে, তাতে এদের কোনো ক্ষতি হয় না। স্বাধীনভাবে বাস করে এমন প্রাণীও আছে, তারা বেশির ভাগ ক্ষেত্রে মিঠা পানির পরিবেশে বাস করে। এই পর্বের প্রাণীদের দৈর্ঘ্য এক মিলিমিটার থেকে শুরু করে প্রায় সাত মিটার (২৩ ফুট) পর্যন্ত হতে পারে।

বৈশিষ্ট্য

  • গঠন ও কোষের বিন্যাসঃ সরল তবে মুখ ও পায়ুপথ সহ পূর্ণাঙ্গ পরিপাকতন্ত্র রয়েছে। তন্ত্রের মাধ্যমে পরিপাক, রেচন ও চলনের মতো শরীরবৃত্তীয় কাজ সম্পন্ন করে। তবে ফিতাকৃমিদের মতো এদেরও শ্বসনতন্ত্র ও বদ্ধ সংবহনতন্ত্র নেই।
  • দেহের প্রতিসাম্যঃ দ্বি-পার্শ্বীয় প্রতিসাম্য দেখা যায়।
  • দেহগহ্বরঃ সুগঠিত সিলোম বা দেহগহ্বর না থাকলেও ছদ্মসিলোম (pseodo-coelom) রয়েছে। এর ভেতরে পরিপাকতন্ত্রের অবস্থান।
  • দেহখণ্ডের উপস্থিতিঃ নেই।
  • কঙ্কালতন্ত্রের ধরনঃ হাড়ের তৈরি কঙ্কালতন্ত্র নেই। তবে দেহ গহ্বরের ভেতরে পানিপূর্ণ থাকায় তা দেহকে দৃঢ়তা প্রদান করে

লেখকের মন্তব্য

আশা করি পোস্ট টি থেকে আপনি অনেক অজানা তথ্য জানতে পেরেছেন। পোস্ট টি হতে কোনো উপকার পেলে বা পোস্ট টি ভালো লাগলে পরিচিত দের সাথে সেয়ার করুন। আর আপনার কোনো সমস্যা বা মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এমন পোস্ট পেতে অবশ্যই আমাদের গুগলে ফোলো করে রাখুন। 

কেননা আমরা প্রতিনিয়ত এমন পোস্ট করে থাকি। যা আপনার জ্ঞান বৃদ্ধি তে ভূমিকা রাখবে। আমরা আমাদের জন্য নির্ভুল তথ্য দেওয়ার চেষ্টা করি। আমাদের আর্টিকেলে যদি কোন প্রকার ভুল থাকে তবে তা কমেন্টে জানাতে ভুলবেন না। এর ফলে আমরা পরবর্তীতে সে ভুল সংশোধন করতে পারবো এবং আপনাদের নির্ভুল ও সঠিক তথ্য প্রদান করতে পারবো।

    এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

    পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
    এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন

    ব্লগারের জিহাদের নীতিমালা মেনে কমেন্ট করুন;

    comment url