নিডেরিয়া পর্বের প্রাণীদের উদাহরণ এবং নিডেরিয়া পর্বের বৈশিষ্ট্য

নিডেরিয়া পর্বের প্রাণীদের উদাহরণ

নিডারিয়া পর্বের প্রাণীরা পরিফেরা প্রাণীদের থেকে অপেক্ষাকৃত জটিল প্রাণী। এই পর্বের প্রাণীদের কোষসমূহ টিস্যু বা কলা তৈরি করে কাজ করতে পারে, তবে এদের সুনির্দিষ্ট অঙ্গ নেই। দেহের ভেতরে সিলেন্টেরন নামে একটি প্রশস্ত গহ্বর থাকে যার ভেতরে খাদ্য পরিপাক ও পরিবহন ঘটে। (তবে এই গহ্বর সিলোম বলতে তোমরা যে দেহগহ্বর কথা জেনেছো সেটি নয়।) 


সিলেন্টেরনের ভেতরে আলাদা করে কোন পরিপাক অঙ্গ থাকে না, বরং খাদ্য এই গহ্বরের পৌঁছার পর এর প্রাচীরের কোষের সাহায্যে সেখান থেকে পুষ্টি শোষিত হয়। একটিমাত্র মুখছিদ্র থাকলেও এই পর্বের প্রাণীদের আলাদা করে কোন পায়ুপথ নেই।সাধারণত মুখের আশপাশে শিকার ধরার জন্য শুঁড়ের মতো টেন্ট্যাকল থাকে।

এই পর্বের মূল বৈশিষ্ট্য

  • গঠন ও কোষের বিন্যাস: একাধিক কোষের সমন্বয়ে টিস্যু থাকলেও নির্দিষ্ট কাজ সম্পাদনের জন্য সুনির্দিষ্ট অঙ্গ নেই।
  • দেহের প্রতিসাম্য: অরীয় প্রতিসাম্য দেখা যায়।
  • দেহগহ্বরঃ নেই।
  • দেহখন্তের উপস্থিতি : নেই।
  • কঙ্কালতন্ত্রের ধরন: হাড়ের তৈরি দৃঢ় কঙ্কালতন্ত্র নেই। তবে সিলেন্টেরন নামক গহ্বর পানি দ্বারা পূর্ণ থাকে যা দেহকে দৃঢ়তা প্রদান করে।
  • অন্যান্য বৈশিষ্ট্য: তবে নিডারিয়া প্রাণীদের মূল বৈশিষ্ট্য হলো এদের দেহত্বকে নিডোনব্লাস্ট (Cnidoblast) নামক কোষ থাকে, এর সাহায্যে এরা সকলেরই বিষাক্ত হুল বা কাঁটা ছুড়ে স্বীকার করতে বা আত্মরক্ষা করতে পারে। তাই এই পর্বের নামটাও এসেছে গ্রিক knide অর্থ রোমকাঁটা এবং aria অর্থ সংযুক্ত থেকে। এই পর্বের প্রাণীদের মধ্যে অন্যতম হচ্ছে _জেলিফিশ, প্রবাল, হাইড্রা ইত্যাদি

লেখকের মন্তব্য

আশা করি পোস্ট টি থেকে আপনি অনেক অজানা তথ্য জানতে পেরেছেন। পোস্ট টি হতে কোনো উপকার পেলে বা পোস্ট টি ভালো লাগলে পরিচিত দের সাথে সেয়ার করুন। আর আপনার কোনো সমস্যা বা মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এমন পোস্ট পেতে অবশ্যই আমাদের গুগলে ফোলো করে রাখুন। 

কেননা আমরা প্রতিনিয়ত এমন পোস্ট করে থাকি। যা আপনার জ্ঞান বৃদ্ধি তে ভূমিকা রাখবে। আমরা আমাদের জন্য নির্ভুল তথ্য দেওয়ার চেষ্টা করি। আমাদের আর্টিকেলে যদি কোন প্রকার ভুল থাকে তবে তা কমেন্টে জানাতে ভুলবেন না। এর ফলে আমরা পরবর্তীতে সে ভুল সংশোধন করতে পারবো এবং আপনাদের নির্ভুল ও সঠিক তথ্য প্রদান করতে পারবো

    এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

    পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
    এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন

    ব্লগারের জিহাদের নীতিমালা মেনে কমেন্ট করুন;

    comment url