ভাইরাস কাকে বলে? ভাইরাস জনিত রোগ কী কী |
ভাইরাস কাকে বলে? ভাইরাস জনিত রোগ কী কী মূলত বিষয় গুলো নিয়েই থাকছে আজকের আমাদের বিস্তারিত আলোচনা। তাই বিস্তারিত জানতে অবশ্যই পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন।
ভাইরাস কি
ভাইরাস হলো আমিষ আয়রণ নিউক্লিক এসিড দ্বারা গঠিত এক প্রকার অতি আণুবীক্ষণিক সরলতম অকোষীয় ক্ষুদ্রজীবি। ভাইরাস এক প্রকার অতিক্ষুদ্র জৈব কণা বা অণুজীব যারা জীবিত কোষের ভিতরেই মাত্র বংশবৃদ্ধি করতে পারে। ভাইরাস অত্যন্ত ক্ষুদ্র পরজীবি। ভাইরাস ল্যাটিন ভাষা হতে গৃহীত একটি শব্দ যার অর্থ হলো বিষ।
আদিকালে রোগ সৃষ্টিকারী যেকোনো বিষাক্ত পদার্থ কে ভাইরাস বলা হতো। বর্তমানে ভাইরাস বলতে এক প্রকার অতিক্ষুদ্র আণুবীক্ষণিক অকোষীয় রোগ সৃষ্টিকারী বস্তু কে বোঝায়। উদ্ভিদ ও প্রাণীর অনেক রোগ সৃষ্টির কারণ হলো ভাইরাস। ভাইরাস কে জীবাণু না বলে 'বস্তু' বলা হয়। কারণ, জীবদেহ ডিএনএ, আরএনএ ও নিওক্লিক এসিড দিয়ে গঠিত।
কোথায় থাকে এরা
উদ্ভিদ, প্রাণী, ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, ছত্রাক প্রভূতি জীবদেহের সজীব কোষে ভাইরাস সক্রিয় অবস্থায় অবস্থান করতে পারে আবার নিষ্ক্রিয় অবস্থায় বাতাস, মাটি, জল ইত্যাদি প্রায় সব জড় মাধ্যমে ভাইরাস অবস্থান করতে পারে। কাজেই বলা যায় জীব ও জড় পরিবেশ উভয়ই ভাইরাসের আবাস।
আকার
ভাইরাস ব্যাকটেরিয়া থেকেও ক্ষুদ্র। ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র ছাড়া এদের দেখা যায় না। সাধারণত এদের আকার 10nm থেকে 300 nm পর্যন্ত হয়ে থাকে, তবে কিছু ভাইরাস এর চেয়েও বড় হয়।
গঠন
ভাইরাসের দেহে কোন নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম নেই। কেবল প্রোটিন এবং নিউক্লিক এসিড দিয়ে দেহ গঠিত হয়।
ভাইরাস জনিত রোগ
কেবলমাত্র উপযুক্ত পোষক দেহের অভ্যন্তরে বংশবৃদ্ধি করতে পারে।
মানুষের রোগ
- বসন্ত
- জন্ডিস
- ডেঙ্গু
- ডায়রিয়া
- সাধারণ ঠান্ডা
- এইডস
- ইনফ্লুয়েঞ্জা ভাইরাস
- সার্স (SARS)
- হেপাটাইটিস
- করোনাভাইরাস ও কয়েক প্রকার ক্যান্সার ইত্যাদি।
পশু-পাখির রোগ
- বার্ড-ফ্লু,
- ক্যানাইন ডিস্টম্পার
- ফুট অ্যান্ড মাউথ ডিসিজ।
উদ্ভিদের রোগ
- টোব্যাকো মোজেইক ভাইরাস।
লেখকের মন্তব্য
আশা করি পোস্ট টি থেকে আপনি অনেক অজানা তথ্য জানতে পেরেছেন। পোস্ট টি হতে কোনো উপকার পেলে বা পোস্ট টি ভালো লাগলে পরিচিত দের সাথে সেয়ার করুন। আর আপনার কোনো সমস্যা বা মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এমন পোস্ট পেতে অবশ্যই আমাদের গুগলে ফোলো করে রাখুন।
কেননা আমরা প্রতিনিয়ত এমন পোস্ট করে থাকি। যা আপনার জ্ঞান বৃদ্ধি তে ভূমিকা রাখবে। আমরা আমাদের জন্য নির্ভুল তথ্য দেওয়ার চেষ্টা করি। আমাদের আর্টিকেলে যদি কোন প্রকার ভুল থাকে তবে তা কমেন্টে জানাতে ভুলবেন না। এর ফলে আমরা পরবর্তীতে সে ভুল সংশোধন করতে পারবো এবং আপনাদের নির্ভুল ও সঠিক তথ্য প্রদান করতে পারবো।
ব্লগারের জিহাদের নীতিমালা মেনে কমেন্ট করুন;
comment url