আর্থোপোডা পর্বের প্রাণীদের উদাহরণ এবং আর্থোপোডা পর্বের বৈশিষ্ট্য

উদাহরণ

আর্থোপোডা শব্দটা এসেছে গ্রিক arthro ও poddos থেকে, যার অর্থ হলো যথাক্রমে 'সন্ধি' ও 'পা'। নাম শুনেই বোঝা যাচ্ছে এই পর্বের প্রাণীদের সন্ধিযুক্ত পা থাকে। আর্থোপোডা প্রাণী রাজ্যের সর্ববৃহৎ পর্ব, অমেরুদণ্ডী প্রাণীদের ৮০% প্রাণীই এই পর্বের। 

পৃথিবীতে এখন পর্যন্ত যত বৈচিত্র্যময় জীবের প্রজাতি শনাক্ত হয়েছে তার বেশিরভাগই এই পর্বের, আর এই সংখ্যাটি ১২ লক্ষেরও বেশি। সকল কীটপতঙ্গ (যেমন:- কাঁকড়া, চিংড়ি ইত্যাদি) এই পর্বের প্রাণী।


বৈশিষ্ট্য

  • গঠন ও কোষের বিন্যাসঃ একাধিক অঙ্গের সমন্বয়ে তন্ত্র গঠিত হয় এবং এর মাধ্যমে শরীরবৃত্তীয় কাজ সম্পন্ন হয়।
  • দেহের প্রতিসাম্যঃ দ্বি-পার্শ্বীয় প্রতিসম।
  • দেহগহ্বরঃ দেহ গহ্বর থাকে। অনেক ক্ষেত্রে দেহগহ্বর রক্তে পূর্ণ থাকে।
  • দেহখণ্ডের উপস্থিতিঃ পুরো দেহ কয়েকটি বিশেষ খণ্ডে বিভক্ত থাকে।
  • কঙ্কালতন্ত্রের ধরনঃ কাইটিন দিয়ে তৈরি বহির্কঙ্কাল বা খোলস রয়েছে। বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে এই কঙ্কালের বৃদ্ধি ঘটে না। কাজেই জীবনের বিভিন্ন সময়ে এরা এই কঙ্কাল মুক্ত করে দেয়, এবং নতুন করে তা আবার জন্মায়।
  • অন্যান্য বৈশিষ্ট্যঃ স্নায়ুতন্ত্র, পরিপাকতন্ত্র ও সংবহনতন্ত্র রয়েছে। এন্টেনা এবং চোখ রয়েছে, অনেক ক্ষেত্রে পুঞ্জাক্ষি থাকে (যেমন:- মাছি)

লেখকের মন্তব্য

আশা করি পোস্ট টি থেকে আপনি অনেক অজানা তথ্য জানতে পেরেছেন। পোস্ট টি হতে কোনো উপকার পেলে বা পোস্ট টি ভালো লাগলে পরিচিত দের সাথে সেয়ার করুন। আর আপনার কোনো সমস্যা বা মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এমন পোস্ট পেতে অবশ্যই আমাদের গুগলে ফোলো করে রাখুন। 

কেননা আমরা প্রতিনিয়ত এমন পোস্ট করে থাকি। যা আপনার জ্ঞান বৃদ্ধি তে ভূমিকা রাখবে। আমরা আমাদের জন্য নির্ভুল তথ্য দেওয়ার চেষ্টা করি। আমাদের আর্টিকেলে যদি কোন প্রকার ভুল থাকে তবে তা কমেন্টে জানাতে ভুলবেন না। এর ফলে আমরা পরবর্তীতে সে ভুল সংশোধন করতে পারবো এবং আপনাদের নির্ভুল ও সঠিক তথ্য প্রদান করতে পারবো

    এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

    পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
    এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন

    ব্লগারের জিহাদের নীতিমালা মেনে কমেন্ট করুন;

    comment url