মোলাস্কা পর্বের প্রাণীদের উদাহরণ এবং মোলাস্কা পর্বের বৈশিষ্ট্য

মোলাস্কা পর্বের প্রাণীদের উদাহরণ

Molluscs শব্দ থেকে এই পর্বের নামকরণ, যার শাব্দিক অর্থই হলো 'নরম'। মোলাস্কা পর্বের প্রাণীদের দেখলেই এই নামের কারণ বোঝা যায়,আমাদের পরিচিত প্রাণীদের মধ্যে শামুক, ঝিনুক, অক্টোপাস ইত্যাদি এই পর্বের অন্তর্গত।এদের প্রত্যেকের দেহ নরম ও মাংসল। এদের প্রশস্ত মাংসল পা থাকে, এবং দেহ ম্যান্টেল (mantle) নামক পেশিযুক্ত আবরণ দিয়ে আবৃত থাকে। 


আর্থ্রোপোডার পরে মোলাস্কা দ্বিতীয় বৃহত্তম পর্ব, এখন পর্যন্ত এই পর্বের ১ লাখের বেশি প্রজাতির সন্ধান পাওয়া গেছে। এরা মূলত নিশাচর, পৃথিবীর প্রায় সকল মিঠা ও লোনা পানির জলীয় পরিবেশে এদের দেখা যায়,তবে বেশ কিছু স্হলচর প্রজাতীও রয়েছে। এই পর্বের প্রাণীরা অন্তত বিচিত্র্যময় এগুলো নানা বর্ণ ও আকৃতির হয়ে থাকে ; অতিক্ষুদ্র শামুক থেকে শুরু করে অতিকায় স্কুইড পর্যন্ত এই পর্বের অন্তর্গত।

এই পর্বের মূল বৈশিষ্ট্য

  • গঠন ও কোষের বিন্যাস: একাধিক অঙ্গের সমন্বয়ে সুগঠিত তন্ত্র গঠিত হয় এবং এর মাধ্যমে শরীরবৃত্তীয় কাজ সম্পন্ন হয়।
  • দেহের প্রতিসাম্য: দ্বি-পাশ্বীয় প্রতিসম।
  • দেহগহ্বরঃ সুগঠিত দেহগহ্বর থাকে।
  • দেহখন্তের উপস্থিতি : দেহখন্তের উপস্থিতি নেই।
  • কঙ্কালতন্ত্রের ধরন: অনেকেরই ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি শক্ত বহির্কঙ্কাল থাকে (যাকে আমরা ঝিনুক বা শামুকের খোলক হিসেবে দেখি) যা এদের নরম দেহকে সুরক্ষা দেয়।অনেকের আবার এরকম কঙ্কাল নেই , যেমন অক্টোপাস, স্কুইড,সী স্লাগ ইত্যাদি।
  • অন্যান্য বৈশিষ্ট্য: সুস্পষ্ট মস্তিক বিদ্যমান। সুগঠিত স্নায়ুতন্ত্র, পরিপাকতন্ত্র ও সংবহনতন্ত্র রয়েছে। এদের মধ্যে কোন কোন প্রাণীর (যেমন - স্কুইড ও অক্টোপাস) স্নায়ুতন্ত্র অমেরুদন্ডী প্রাণীদের মধ্যে সর্বাধিক বিকশিত

লেখকের মন্তব্য

আশা করি পোস্ট টি থেকে আপনি অনেক অজানা তথ্য জানতে পেরেছেন। পোস্ট টি হতে কোনো উপকার পেলে বা পোস্ট টি ভালো লাগলে পরিচিত দের সাথে সেয়ার করুন। আর আপনার কোনো সমস্যা বা মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এমন পোস্ট পেতে অবশ্যই আমাদের গুগলে ফোলো করে রাখুন। 

কেননা আমরা প্রতিনিয়ত এমন পোস্ট করে থাকি। যা আপনার জ্ঞান বৃদ্ধি তে ভূমিকা রাখবে। আমরা আমাদের জন্য নির্ভুল তথ্য দেওয়ার চেষ্টা করি। আমাদের আর্টিকেলে যদি কোন প্রকার ভুল থাকে তবে তা কমেন্টে জানাতে ভুলবেন না। এর ফলে আমরা পরবর্তীতে সে ভুল সংশোধন করতে পারবো এবং আপনাদের নির্ভুল ও সঠিক তথ্য প্রদান করতে পারবো

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ব্লগারের জিহাদের নীতিমালা মেনে কমেন্ট করুন;

comment url