অ্যামিবা কাকে বলে? অ্যামিবার গঠন | অ্যামিবা

লক্ষ লক্ষ উদ্ভিদ ও প্রাণীতে ভরা আমাদের এই পৃথিবী। তবে আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে ছোট প্রাণী কোনটি? আজকে আমরা আলোচনা করবো পৃথিবীর সবচেয়ে ছোট প্রাণী অ্যামিবা সম্পর্কে। বিস্তারিত জানতে পোস্ট টি সম্পন্ন পড়ুন।

অ্যামিবা

অ্যামিবা হলো প্রোটিস্টা রাজ্যের সদস্য এককোষী মুক্তজীবি প্রাণী। অ্যামিবা প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত হওয়ার কারণ, এরা এককোষী এবং সুগঠিত নিউক্লিয়াস বিদ্যামান। অ্যামিবা অ্যামিবোজোয়া পর্বের অ্যামিবিডা পরিবারের একটি গণ বিশেষ। 

অ্যামিবা এককোষী প্রাণী হলেও ওই একটি কোষ দিয়েই সকল জৈবিক কাজ সম্পন্ন করে থাকে। অ্যামিবা অযৌন প্রক্রিয়ায় বংশবৃদ্ধি করে। এর কোষপ্রাচীর বিদ্যামান নেই, তবে প্রোটোপ্লাজমে নিউক্লিয়াস বিদ্যামান রয়েছে। এদের দেহ ক্ষুদ্রাকার। অণুবীক্ষণ যন্ত্র ছাড়া এদের দেখা যায় না। 

এরা প্রয়োজনে দেহের আকার পরিবর্তন করে থাকে। অ্যামিবার দেহ থেকে আঙঙ্গুলের মতো তৈরি অভিক্ষেপকে ক্ষণপদ বলে। অ্যামিবার গমন অঙ্গের নাম ক্ষণপদ। আমরা (মানুষ) যেমন পায়ের সাহায্যে চলাচল করি ঠিক তেমনি অ্যামিবা ক্ষণপদের সাহায্যে চলাচল করে থাকে। এর সাহায্যে অ্যামিবা খাদ্যগ্রহণ করে। 

অ্যামিবার সারা দেহ একটি পাতলা ও স্বচ্ছ পর্দা দ্বারা ঘেরা থাকে। একে প্লাজমালেমা বলা হয়। অ্যামিবা পানিতে, স্যাঁতস্যাঁতে মাটিতে, পুকুরের তলার পঁচা জৈব আবর্জনার মধ্যে জন্মে। অ্যামিবা ভাসমান অবস্থায় অনেক সিউডোপড একসাথে তৈরী করে, তবে ভূমির ওপর চলার সময় একটিমাত্র সিউডোপড চলনের দিকে তৈরী হয়। 

অ্যামিবা ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে ক্ষুদ্রাতিক্ষুদ্র জীব ও জৈব পদার্থ গ্রহণ করে। দ্রবীভূত পদার্থ গ্রহণ করার সময় অ্যামিবা পিনোসাইটোসিস পদ্ধতিতে ভেসিকল তৈরী করে। অ্যামিবার সকল খাদ্য ভ্যাকুওল নামক অঙ্গাণুতে জমা হয়। অ্যামিবা পরজীবি হিসেবে মানুষ, বানর-জাতীয় প্রাণী, বিড়াল, কুকুর, শূকর ও ইঁদুরের বৃহদন্ত্রে বাস করে। অ্যামিবা স্বাদু পানিতে মুক্ত জীব হিসেবে অবস্থান করে।

বোরি দে সেন্ট-ভিনসেন্ট ১৮২২ খ্রিস্টাব্দে এই প্রাণীর নামকরণ করেন আমিবা। ১৮৩০ খ্রিস্টাব্দে জার্মান প্রকৃতিবিদ ক্রিশ্চিয়ান গটফ্রেইড তার নিজের তৈরি আণুবীক্ষণিক জীবের শ্রেণিবিন্যাসে এই প্রাণী কে অন্তর্ভুক্ত করেন। কিন্তু তিনি বানান পরিবর্তন করে অ্যামিবা রাখেন।

অ্যামিবার গঠন


লেখকের মন্তব্য

আশা করি পোস্ট টি থেকে আপনি অনেক অজানা তথ্য জানতে পেরেছেন। পোস্ট টি হতে কোনো উপকার পেলে বা পোস্ট টি ভালো লাগলে পরিচিত দের সাথে সেয়ার করুন। আর আপনার কোনো সমস্যা বা মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এমন পোস্ট পেতে অবশ্যই আমাদের গুগলে ফোলো করে রাখুন। 

কেননা আমরা প্রতিনিয়ত এমন পোস্ট করে থাকি। যা আপনার জ্ঞান বৃদ্ধি তে ভূমিকা রাখবে। আমরা আমাদের জন্য নির্ভুল তথ্য দেওয়ার চেষ্টা করি। আমাদের আর্টিকেলে যদি কোন প্রকার ভুল থাকে তবে তা কমেন্টে জানাতে ভুলবেন না। এর ফলে আমরা পরবর্তীতে সে ভুল সংশোধন করতে পারবো এবং আপনাদের নির্ভুল ও সঠিক তথ্য প্রদান করতে পারবো।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ব্লগারের জিহাদের নীতিমালা মেনে কমেন্ট করুন;

comment url