সর্বকালের সেরা ফুটবলার কে

সর্বকালের সেরা ফুটবলার হলেন লিওনেল মেসি। লিওনেল মেসির খেলার ধরন, তার মেন্টালিটি আপনাকে তার প্রেমে পড়তে বাধ্য করবে। কেন মেসিই সর্বকালের সেরা ফুটবলার তা আজকে আমরা বিস্তারিত আলোচনা করবো। 


আজকে আমরা মেসি-ম্যারাডোনা-পেলে-রোনালদো এদের ফুটবল ক্যারিয়ার তুলে ধরবো এবং দেখবো আসলেই ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা ফুটবলার কে।

ক্যারিয়ার

লিওনেল মেসি 

লিওনেল মেসি তার পুরো ক্যারিয়ার জুড়ে এখন পর্যন্ত মোট ১০৬৯ টি ম্যাচ খেলেছেন। এই ১০৬৯ খেলে মেসি মোট ৮৩৮ টি গোল করেছেন এবং ৩৭৪ টি তার সতীত্ব দের দিয়ে করিয়েছে। যা সত্যিই অসাধারণ একটি ক্যারিয়ার। 

গণনা করা যায় মেসি গড়ে প্রায় ১০৫ মিনিট অন্তর অন্তর একটি করে গোল করে থাকে এবং ৭৩ মিনিট অন্তর অন্তর একটি করে এ্সিস্ট করেন। যদি মেসির ইন্টার মায়ামির ক্যারিয়ার বাদ দিয়ে গননা করা হয়, তাহলে মেসি মোট ১০৪০ টি ম্যাচ খেলেছে। এই ১০৪০ খেলে তিনি মোট ৮১৩ টি গোল করেছে এবং মোট ৩৫৮ টি এ্সিস্ট করেছে।

ক্রিস্টিয়ানো রোনালদো 

ক্রিস্টিয়ানো রোনালদো তার ক্যারিয়ার জুড়ে এখন পর্যন্ত মোট ১২৩১ টি ম্যাচ খেলেছে। তার মোট গোল সংখ্যা ৮৯৫ টি এবং এ্সিস্ট সংখ্যা মোট ২৫২ টি। ক্রিস্টিয়ানো রোনালদো গড়ে প্রায় ১১২ মিনিট অন্তর অন্তর একটি করে গোল করে এবং ৮৮ মিনিট অন্তর অন্তর একটি করে এ্সিস্ট করে। তবে যদি রোনালদোর সৌদি লিগ বাদ দিয়ে গননা করা হয়, তাহলে রোনালদো মোট ১১৬১ টি ম্যাচ খেলেছে। তিনি মোট ৮৩১ টি গোল করেছে এবং মোট ২৩৭ টি এ্সিস্ট করেছে।

পেলে 

পেলে তার ক্যারিয়া জুড়ে মোট ৮১২ টি ম্যাচ খেলেছে। তিনি তার ক্যারিয়ারে মোট ৭৫৭ টি গোল করেছে এবং তিনি তার সতীত্ব দ্বারা ৩৪৩ টি গোল করিয়েছে। যা সত্যিই খুবই অসাধারণ।

দিয়াগো ম্যারাডোনা 

দিয়াগো ম্যারাডোনা তার ক্যারিয়ার জুড়ে মোট ৬৮০ টি ম্যাচ খেলেছে। ম্যারাডোনা তার ক্যারিয়ারে মোট ৩৪৫ টি গোল করেছে এবং সতীত্ব দের দিয়ে ২৩৭ টি গোল করিয়েছে।

ক্লাব ক্যারিয়ার

লিওনেল মেসি 

মেসি তার ক্লাব ক্যারিয়ারে এখন পর্যন্ত মোট ৮৮২ টি ম্যাচ খেলেছে। তার ক্লাব ক্যারিয়ারে মোট ৭২৯ টি গোল করেছে এবং মোট ৩১৯ টি এ্সিস্ট করেছেন। মেসি তার ক্লাব ক্যারিয়ারে গড়ে প্রায় ৯৯ মিনিট অন্তর অন্তর একটি করে গোল করে এবং প্রায় ৬৯ মিনিট অন্তর অন্তর একটি করে এ্সিস্ট করে থাকে। যা সত্যি অসাধারণ।

ক্রিস্টিয়ানো রোনালদো 

ক্রিস্টিয়ানো রোনালদো তার ক্লাব ক্যারিয়ারে এখন পর্যন্ত মোট ১০১৯ টি ম্যাচ খেলেছে। তিনি মোট ৭৬৫ টি গোল করেছে এবং মোট ২১৬ টি এ্সিস্ট করেছে। রোনালদো ক্লাব ক্যারিয়ারে গড়ে প্রায় ১১০ মিনিট অন্তর অন্তর একটি গোল করে থাকে এবং প্রায় ৮৬ মিনিট অন্তর অন্তর একটি করে এ্সিস্ট করে থাকে।

পেলে

পেলে তার ক্লাব ক্যারিয়ারে মোট ৭২০ টি ম্যাচ খেলেছে। তার মোট গোল সংখ্যা ৬৮০ টি এবং এ্সিস্ট সংখ্যা ৩০০ টি।

দিয়াগো ম্যারাডোনা 

দিয়াগো ম্যারাডোনা তার ক্লাব ক্যারিয়ারে মোট ৫৮৯ টি ম্যাচ খেলেছে। তিনি মোট ৩১১ টি গোল করেছে এবং মোট ২০৮ টি এ্সিস্ট করেছে।

আন্তর্জাতিক ক্যারিয়ার

লিওনেল মেসি 

লিওনেল মেসি তার আন্তর্জাতিক ক্যারিয়ারে এখন পর্যন্ত মোট ১৮৭ টি ম্যাচ খেলেছে। মেসি এখন পর্যন্ত মোট ১০৯ টি গোল করেছে এবং তার সতীত্ব দের দিয়ে ৫৫ টি গোল করিয়েছে। যা আর্জেন্টাইনদের মধ্যে সর্বোচ্চ। এসব কারণেই মেসি কে আর্জেন্টিনার সর্বকালের সেরা ফুটবলার বলা হয়।

ক্রিস্টিয়ানো রোনালদো

রোনালদো তার আন্তর্জাতিক ক্যারিয়ারে এখন পর্যন্ত মোট ২১২ টি ম্যাচ খেলেছে। তিনি এখন পর্যন্ত মোট ১৩০ টি গোল করেছে যা এখন পর্যন্ত যেকোন ফুটবলারের মধ্যে সর্বাধিক গোল। তিনি মোট ৩৬ টি এ্সিস্ট করেছে। মূলত এসব অর্জনই রোনালদো কে পর্তুগালের সর্বকালের সেরা ফুটবলার বলা হয়।

পেলে

পেলে তার আন্তর্জাতিক ক্যারিয়ারে এখন পর্যন্ত মোট ৯২ টি ম্যাচ খেলেছে। তার আন্তর্জাতিক ক্যারিয়ারে মোট ৭৭ টি গোল করেছে এবং মোট ৪৩ টি এ্সিস্ট করেছে। সত্যিই তিনি ব্রাজিলের সর্বকালের সেরা ফুটবলার। এতে কোন সন্দেহ নেই।

দিয়াগো ম্যারাডোনা

দিয়াগো ম্যারাডোনা তার আন্তর্জাতিক ক্যারিয়ারে এখন পর্যন্ত মোট ৯১ টি ম্যাচ খেলেছে। তিনি তার ক্যারিয়ারে মোট ৩৪ টি গোল করেছে এবং মোট ২৯ টি এ্সিস্ট করেছে।

বিশ্ব কাপ ক্যারিয়ার

লিওনেল মেসি 

লিওনেল মেসি বিশ্ব কাপে এখন পর্যন্ত মোট ২৬ টি ম্যাচ খেলেছে। এই ২৬ ম্যাচে মেসির গোল সংখ্যা মোট ১৩ টি এবং এ্সিস্ট ৮ টি। লিওনেল মেসি বিশ্ব কাপ নক আউট পর্বে মোট ১২ টি ম্যাচ খেলে ৫ টি গোল ও ৬ টি এ্সিস্ট করেছে। মেসি ২০২২ বিশ্ব কাপে মোট ৭ টি ম্যাচ খেলে ৭ টি গোল করেন এবং ৩ টি এসিস্ট করেছে। যা তার দল কে চ্যাম্পিয়ন করতে সবচেয়ে বেশি অবদান রেখেছে।

২০১৮ বিশ্ব কাপে মেসি মোট ৪ টি ম্যাচ খেলে ১ টি গোল সহ ২ টি এসিস্ট করেছে। ২০১৪ বিশ্ব কাপে মেসি মোট ৭ ম্যাচ খেলে ৪ টি গোল সহ ১ টি এসিস্ট করেছে। তবে সে বছর ফাইনালে হারের সম্মুখীন হয় মেসি এবং মেসির আর্জেন্টিনা। ২০১০ বিশ্ব কাপে মেসি মোট ৫ টি ম্যাচ খেলে ১ টি এসিস্ট করেন তবে কোন গোল করতে পারে নি। 

২০০৬ বিশ্ব কাপে মেসি ৩ ম্যাচ খেলে ১ টি গোল ও ১ টি এসিস্ট করে। বিশ্বের একমাত্র খেলোয়াড় যিনি বিশ্ব কাপ আসরে ৫ বার অংশ গ্রহণ করে ৫ বারই বিশ্ব কাপে এসিস্ট করেছে। বিশ্ব কাপে আর্জেন্টিনার হয়ে সবচেয়ে গোল করার রেকর্ড তার (১৩ টি)

ক্রিস্টিয়ানো রোনালদো

রোনালদো বিশ্ব কাপ আসরে মোট ২২ টি ম্যাচ খেলে ৮ টি গোল করার পাশাপাশি ২ টি এসিস্ট করেছে। তবে আশ্চর্যজনক বিষয় হলো এটি যে, রোনালদো বিশ্ব আসরের নক আউট পর্বে কোন করলে করতে পারে নি।

২০২২ বিশ্ব কাপ আসরে রোনালদো ৫ ম্যাচ খেলে করে ১ টি। এই আসরে তিনি কোন এসিস্ট করতে পারে নি। ২০১৮ বিশ্ব কাপে রোনালদো ৪ টি ম্যাচ খেলে মোট ৪ টি গোল করে, তবে কোন এসিস্ট করতে পারে নি। ২০১৪ বিশ্ব কাপ আসরে রোনালদো ৩ ম্যাচ খেলে ১ টি গোল ও ১ এসিস্ট করে। 

২০১০ বিশ্ব কাপ আসরে রোনালদো ৪ টি ম্যাচ খেলে ১ টি গোল ও ১ এসিস্ট করে। ২০০৬ বিশ্ব কাপ আসরে রোনালদো ৬ টি ম্যাচ খেলে ১ গোল করে তবে কোন এসিস্ট করতে পারে নি। বিশ্বের একমাত্র খেলোয়াড় যিনি বিশ্ব কাপ আসরে ৫ বার অংশ গ্রহণ ৫ বিশ্ব কাপ আসরেই গোল করেছেন।

পেলে

পেলে বিশ্ব কাপ আসরে মোট ৪ বার অংশ গ্রহণ করে মোট ১৪ টি ম্যাচ খেলেছে। এই ১৪ ম্যাচে তাঁর গোল সংখ্যা ১২ টি, যা ব্রাজিলিয়ান দের দ্বিতীয় সর্বোচ্চ গোল বিশ্ব কাপ আসরে। তবে ১৪ ম্যাচ খেলে তিনি একটিও এসিস্ট করতে পারেনি। তিনি মোট ৩ বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন যা যেকোন প্লেয়ারের জন্য একটি সপ্ন।

পেলে ১৯৫৮ বিশ্ব কাপ আসরে ৪ টি ম্যাচ খেলে মোট ৬ টি গোল করেছে। কোন এসিস্ট করতে পারে নি। ১৯৬২ বিশ্ব কাপ আসরে পেলে ২ টি ম্যাচ খেলে ১ টি গোল করে। ১৯৬৬ বিশ্ব কাপ আসরে পেলে ২ টি ম্যাচ খেলে ১ টি গোল করে। ১৯৭০ বিশ্ব কাপ আসরে পেলে ৬ টি ম্যাচ খেলে ৪ টি গোল করে, তবে কোন এসিস্ট করতে পারেনি।

দিয়াগো ম্যারাডোনা

দিয়াগো ম্যারাডোনা বিশ্ব আসরে মোট ৪ বার অংশগ্রহণ করে মোট ২১ টি ম্যাচ খেলেছে। এই ২১ ম্যাচ এ তিনি মোট ৮ টি গোল করেছে। তবে তিনি কোন এসিস্ট করতে পারেনি। ১৯৮২ বিশ্ব কাপ আসরে ম্যারাডোনা ৫ টি ম্যাচ খেলে ২ টি গোল করে। 

১৯৮৬ বিশ্ব কাপ আসরে ম্যারাডোনা ৭ টি ম্যাচ খেলে মোট ৫ টি গোল করে। ১৯৯০ সালের বিশ্ব কাপ আসরে তিনি মোট ৭ টি ম্যাচ খেলে কোন গোল করতে পারেনি। নেই কোন এসিস্ট ও। ১৯৯৪ সালের বিশ্ব কাপ আসরে তিনি ২ টি ম্যাচ খেলে ১ টি গোল করে।

ক্যারিয়ার ট্রফি সংখ্যা

লিওনেল মেসি

মেসি এখন পর্যন্ত ক্যারিয়ারে ৪৪টি শিরোপা জিতেছেন। লিগ শিরোপা ১২টি, চ্যাম্পিয়নস লিগ ৪টি। জিতেছেন বিশ্বকাপ, ২টি কোপা আমেরিকা, লা ফিনালিসিমাসহ আরও কত শিরোপা। দলীয় অর্জনের মতো মেসির ব্যক্তিগত অর্জনের ডালিটাও কানায় কানায় পূর্ণ।

ক্রিস্টিয়ানো রোনালদো 

ক্রিস্টিয়ানো রোনালদো এখন পর্যন্ত মোট ৩৪ টি মেজর ট্রফি জিতেছেন। যার মধ্যে রয়েছে ৫ টি উয়েফা চ্যাম্পিয়ন লিগ, ইউরো চ্যাম্পিয়ন ২০১৬ সহ আর অনেক ট্রফি।

পেলে 

পেলে  মোট ৩৭ টি মেজর ট্রফি জয় করেছে। যার মধ্যে রয়েছে ৩ টি বিশ্ব কাপ এবং অন্যান্য ট্রফি।

দিয়াগো ম্যারাডোনা 

ম্যারাডোনা মোট ১২ টি মেজর ট্রফি জয় করেছে, যার মধ্যে ১ টি বিশ্ব কাপ রয়েছে।

অতএব, পরিসংখ্যানই বলে দিচ্ছে লিওনেল মেসিই হলেন সর্বকালের সেরা ফুটবলার। এ নিয়ে অনেকের আপত্তি থাকতে পারে তবে তাতে মনে হয় এটা অস্বীকার করা যায় না। যদিও পেলের নামের পাশে ৩ টি বিশ্ব কাপ রয়েছে তবে লিওনেল মেসিই সেরা। 

তিনি যেমন গোল করতে পারে তেমনি সতিত্বদের দিয়ে গোল করাতেও ভালোবাসেন। যাকে একদম নিখুঁত ফুটবলার বলা হয়। তার নামের পাশে রয়েছে অসংখ্য ব্যক্তিগত অর্জন এবং অসংখ্য রেকর্ড। তাই বলা যেতে পারে, লিওনেল মেসিই হলেন সর্বকালের সেরা ফুটবলার।

একনজরে মেসির অর্জন গুলো দেখে নি

  • ২০০৪-২০০৫ স্প্যানিশ চ্যাম্পিয়ন
  • ফিফা আন্ডার-২০ ওয়াল্ড কাপ চ্যাম্পিয়ন
  • ফিফা আন্ডার-২০ ওয়াল্ড কাপ গোল্ডেন বুট বিজয়ী
  • ফিফা আন্ডার-২০ ওয়াল্ড কাপ গোল্ডেন বল বিজয়ী
  • ২০০৫ সালে গোল্ডেন বয় বিজয়ী
  • ২০০৫-২০০৬ স্প্যানিস সুপার কাপ চ্যাম্পিয়ন
  • ২০০৫-২০০৬ উয়েফা চ্যাম্পিয়ন লিগ বিজয়ী
  • ২০০৫-২০০৬ দ্বিতীয় বার স্পানিশ চ্যাম্পিয়ান
  • ২০০৬-২০০৭ দ্বিতীয় বার স্প্যানিশ সুপার কাপ বিজয়ী
  • ২০০৮-২০০৯ স্প্যানিশ চ্যাম্পিয়ন (৩)
  • ২০০৮-২০০৯ স্প্যানিশ কাপ বিজয়ী
  • ২০০৮-২০০৯ উয়েফা চ্যাম্পিয়ন লিগ বিজয়ী (২)
  • ২০০৮-২০০৯ অলিম্পিক মেডেল বিজয়ী
  • ২০০৮-২০০৯ বর্ষসেরা খেলায়ার
  • ২০০৯ ফিফা ক্লাব ওয়াল্ড কাপ বিজয়ী
  • ২০০৯ ফিফা ক্লাব ওয়াল্ড কাপ গোল্ডেন বল বিজয়ী
  • ২০০৯ সালে ফিফা বেস্ট পুরুষ খেলোয়াড় এর এওয়ার্ড
  • উয়েফা বেস্ট প্লেয়ার ইন ইউরোপ
  • ২০০৯ - প্রথম বারের মত ব্যালন ডি'ওর বিজয়ী
  • ২০০৯- Onze d'Or বিজয়ী
  • ২০০৯-২০১০ UEFA supercup বিজয়ী
  • ২০০৯-২০১০ spanish super cup বিজয়ী (৩বার)
  • ২০০৯-২০১০ spanish Champion (৪বার)
  • European Golden shoe বিজয়ী
  • ২০০৯-২০১০ Player Of The Year (২)
  • ২০১০ Ballon d’Or বিজয়ী (২)
  • ২০১০-২০১১ spanish super cup বিজয়ী (৪)
  • ২০১০-২০১১ spanish champion (৫)
  • ২০১০-২০১১ UEFA Champion League বিজয়ী (৩)
  • ২০১০-২০১১ Player of The Year (৩)
  • ২০১০-২০১১ Onze d'Or বিজয়ী (২)
  • ২০১১ FIFA club world cup বিজয়ী (২)
  • ২০১১ FIFA club world cup Golden Ball বিজয়ী (২)
  • ২০১১ UEFA Best Player In Europe বিজয়ী (২)
  • ২০১১ Ballon d’Or বিজয়ী (৩)
  • ২০১১-২০১২ spanish cup বিজয়ী (২)
  • ২০১১-২০১২ spanish super cup বিজয়ী (৫)
  • ২০১১-২০১২ UEFA supercup বিজয়ী (২)
  • ২০১১-২০১২ Player Of The Year (৪)
  • ২০১১-২০১২ European Golden shoe বিজয়ী (২)
  • ২০১১-২০১২ Onze d'Or বিজয়ী (৩)
  • ২০১২ Ballon d’Or বিজয়ী (৪)
  • ২০১২-২০১৩ spanish champion (৬)
  • ২০১২-২০১৩ Player Of The Year (৫)
  • ২০১২-২০১৩ European Golden shoe বিজয়ী (৩)
  • ২০১৩-২০১৪ spanish super cup বিজয়ী (৬)
  • ২০১৪ FIFA World Cup Golden Ball বিজয়ী
  • ২০১৪-২০১৫ UEFA champion League বিজয়ী (৪)
  • ২০১৪-২০১৫ spanish champion (৭)
  • ২০১৪-২০১৫ spanish cup বিজয়ী (৩)
  • ২০১৪-২০১৫ Player Of The Year (৬)
  • ২০১৫ Copa America Golden Ball বিজয়ী
  • ২০১৫ FIFA club world cup বিজয়ী (৩)
  • ২০১৫ UEFA Best Playe In Europe (৩)
  • ২০১৫ Ballon d’Or বিজয়ী (৫)
  • ২০১৫-২০১৬ UEFA supercup বিজয়ী (৩)
  • ২০১৫-২০১৬ spanish cup বিজয়ী (৪)
  • ২০১৫-২০১৬ spanish champion (৮)
  • ২০১৬-২০১৭ spanish super cup বিজয়ী (৭)
  • ২০১৬-২০১৭ European Golden shoe বিজয়ী (৪)
  • ২০১৬-২০১৭ spanish cup (৫)
  • ২০১৬-২০১৭ Player Of The Year (৭)
  • ২০১৭-২০১৮ spanish champion (৯)
  • ২০১৭-২০১৮ spanish cup (৬)
  • ২০১৭-২০১৮ European Golden shoe বিজয়ী (৫)
  • ২০১৭-২০১৮ Player Of The Year (৮)
  • ২০১৭-২০১৮ Onze d'Or বিজয়ী (৪)
  • ২০১৮ TM-Player Of The Season
  • ২০১৮-২০১৯ spanish super cup বিজয়ী (৮)
  • ২০১৮-২০১৯ spanish champion (১০)
  • ২০১৮-২০১৯ European Golden shoe বিজয়ী (৬)
  • ২০১৮-২০১৯ Player Of The Year (৯)
  • ২০১৯ TM-Player Of The Season (২)
  • ২০১৯ The Best FIFA Men's Player (২)
  • ২০১৯ Ballon d’Or বিজয়ী (৬)
  • ২০২০ Laureus World Sports Award
  • ২০২০ TM-Player Of The Season (৩)
  • ২০২০ Copa America বিজয়ী
  • ২০২০ Copa America Golden Ball বিজয়ী (২)
  • ২০২০-২০২১ spanish cup বিজয়ী (৭)
  • ২০২১ Ballon d’Or বিজয়ী (৭)
  • ২০২১ TM-Player Of The Season (৪)
  • ২০২১-২০২২ Conmebol-UEFA cup Champion
  • ২০২১-২০২২ French Champion
  • ২০২২ world cup বিজয়ী
  • ২০২২ FIFA world cup Golden Ball বিজয়ী (২)
  • ২০২২ The FIFA Men's Best Player (৩)
  • ২০২২-২০২৩ French Super cup বিজয়ী
  • ২০২৩ Laureus World Sports Award (২)
  • ২০২৩ Leagues Cup বিজয়ী
  • ২০২৩ Ballon d’Or বিজয়ী (৮)
  • ২০২৩ The FIFA Men's Best Player (৪)
  • ২০২৪ Copa America বিজয়ী (২)

লেখকের মন্তব্য

আশা করি পোস্ট টি থেকে আপনি অনেক অজানা তথ্য জানতে পেরেছেন। পোস্ট টি হতে কোনো উপকার পেলে বা পোস্ট টি ভালো লাগলে পরিচিত দের সাথে সেয়ার করুন। আর আপনার কোনো সমস্যা বা মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এমন পোস্ট পেতে অবশ্যই আমাদের গুগলে ফোলো করে রাখুন। 

কেননা আমরা প্রতিনিয়ত এমন পোস্ট করে থাকি। যা আপনার জ্ঞান বৃদ্ধি তে ভূমিকা রাখবে। আমরা আমাদের জন্য নির্ভুল তথ্য দেওয়ার চেষ্টা করি। আমাদের আর্টিকেলে যদি কোন প্রকার ভুল থাকে তবে তা কমেন্টে জানাতে ভুলবেন না। এর ফলে আমরা পরবর্তীতে সে ভুল সংশোধন করতে পারবো এবং আপনাদের নির্ভুল ও সঠিক তথ্য প্রদান করতে পারবো।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ব্লগারের জিহাদের নীতিমালা মেনে কমেন্ট করুন;

comment url