মধু খেলে কি হয়? এর উপকারিতা ও অপকারিতা সম্পর্কে বিস্তারিত জেনে নিন!
মধু বেশ উপকারি এটা অনেকেই জানেন। তবে নিয়মিত মুধু খেলে কি হয়? এর উপকারিতা ও অপকারিতা গুলো কি কি সেটা অনেকেরই অজানা। আজকে আমরা আপনাদের সেটাই জানাতে চলেছি। চলুন জেনে নেওয়া যাক মধু খেলে কি হয়? এর উপকারিতা ও অপকারিতা সম্পর্কে।
মধু খেলে কি হয়?
আপনাদের মধ্যে অনেকেই জানতে চান মধু খেলে কি হয়? এর উপকারিতা ও অপকারিতা সম্পর্কে। নিচে এ নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো, মনোযোগ সহকারে পড়ুন।
প্রাচীনকাল থেকে মানুষ প্রাকৃতিক খাদ্য , মিষ্টি , চিকিৎসা ও ত্বকের সৌন্দর্য বর্ধনে, নানা ভাবে মধুর ব্যবহার করে আসছে। শরীর সুস্থ রাখতে মধুর রয়েছে নানা উপকারী গুণ। মধুকে সব রোগের মহা ঔষধও বলা হয়। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলে মধু।
কারণ মধুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেলও এনজাইম যা শরীরকে বিভিন্ন অসুখ বিসুখ থেকে রক্ষা করে। মধুতে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান রয়েছে এবং এনজাইম রয়েছে যা, হজমে করতে উপকারী ।
কোষ্ঠকাঠিন্য রোধ করতে সাহায্য করে থাকে। যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে । মধুতে আছে প্রাকৃতিক চিনি যা শরীরের শক্তি যোগায় এবং শরীরকে কর্মক্ষম রাখে।
মধুতে প্রায় ৪৫টি খাদ্য উপাদান থাকে। ফুলের পরাগের মধুতে থাকে ২৫ থেকে ৩৭ শতাংশ গ্লুকোজ, ৩৪ থেকে ৪৩ শতাংশ ফ্রুক্টোজ, ০.৫ থেকে ৩.০ শতাংশ সুক্রোজ এবং ৫ থেকে ১২ শতাংশ মন্টোজ।
মধু আমরা মূলত মৌমাছির বদৌলতে পেয়ে থাকি। মৌমাছি বিভিন্ন ফুল থেকে ফল থেকে ঔষধি উদ্ভিদ থেকে মধু সংগ্রহ করে থাকে। মধু শরীর গরম রাখতে ও সাহায্য করে।
মধু ত্বকের যত্নেও ব্যবহার হয়ে থাকে। মধুতে রয়েছে প্রফিলিস যা এক ধরনের ন্যাচারাল এন্টিসেপ্টিক। কাটা জায়গায় মধু লাগিয়ে দিলে ঘা অতি দ্রুত শুকিয়ে যায়। মধুতে রয়েছে ফ্রুক্টোজ। যার স্বাস্থ্যের জন্য উপকারী।
মধু খাওয়ার উপকারিতা
মধু খাওয়া সুন্নত। আর সুন্নত পালনের মধ্যে রয়েছে কল্যাণ। আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধু অনেক পছন্দ করতেন। মধুর গুনাগুন বলে শেষ করা যাবে না। নিচে মধু খাওয়ার উপকারিতা উল্লেখ করা হলো।
- মধুতে ফেনোলিক অ্যাসিড ও ফ্ল্যাভোনয়েডের মতো উপকারি কিছু অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা মানব দেহের সুস্বাস্থ্যে সহায়ক হিসেবে কাজ করে। অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধে সহায়তা করে থাকে।
- চিনির পরিবর্তে উচ্চমানের মধু খেলে হৃৎপিণ্ডের নানারকম উপকার হতে পারে। এটি হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে । ৩০ দিনের একটি গবেষণায় অংশ নেয়া ৫৫ জনের ওপর চিনি ও মধুর প্রভাব পরীক্ষা করা হয়।
- আয়ুর্বেদের মতো অতি প্রাচীন চিকিৎসা পদ্ধতি অনুযায়ী ক্ষত নিরাময় করতে ত্বকে সরাসরি মধু ব্যবহার করা হতো। মধুর ব্যাকটেরিয়ারোধী উপাদান এবং সংক্রমণ সৃষ্টিকারী জীবাণুর সংক্রমণ রোধ করতে এটি ব্যবহার করা হতো।
- টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত ৪৮ জনের ওপর গবেষণা চালিয়ে দেখা গেছে, মধু রক্তে শর্করার মাত্রা বাড়ালেও চিনির মতো বৃদ্ধি করতে পারে না।
- শক্তি প্রদায়ী : মধু ভালো শক্তি দানকারী খাদ্য। তাপ ও শক্তির ভালো উৎস হিসেবে কাজ করে। মধু দেহে তাপ ও শক্তি জোগিয়ে শরীরকে সুস্থ রাখতে সহায়তা করে ।
- কোষ্ঠকাঠিন্য দূর করে: মধুতে রয়েছে ভিটামিন বি-কমপ্লেক্স। যা ডায়রিয়া ও কোষ্ঠকাঠিন্য দূর করে থাকে । ১ চা–চামচ খাঁটি মধু সকালবেলা পান করলে কোষ্ঠবদ্ধতা এবং অম্লত্ব দূর হয়।
- রক্তশূন্যতায়: মধু রক্তের হিমোগ্লোবিন গঠনে সহায়তা করে বলে এটি রক্তশূন্যতায় বেশ কার্যকরী উপাদান । কারণ, এতে থাকে খুব বেশি পরিমাণে কপার, লৌহ ও ম্যাঙ্গানিজ।
- অনিদ্রায়: মধু অনিদ্রা দূর করতে খুব ভালো ওষুধ।
- প্রশান্তিদায়ক পানীয়: হালকা গরম দুধের সাথে মিশ্রিত মধু একটি প্রশান্তিদায়ক পানীয় হিসেবে গ্রহণ করা যায়।
- তাপ উৎপাদনে: শীতের সময় এটি শরীরকে গরম রাখতে সহায়তা করে।
- গলার স্বর: গলার স্বর সুন্দর ও মসৃন রাখতে সাহায্য করে মধু।
সকালবেলায় খালি পেটে মধু খেলে কি হয়?
প্রাচীনকাল থেকেই ওষুধ হিসেবে মধু ব্যবহার হয়ে আসছে। প্রতিদিন সকালে মধু খেলে ওজন কমে।খারাপ কোলেস্ট্রেরল কমতে থাকে। সকালে খালি পেটে মধু খেলে লিভার পরিষ্কার থাকে। এছাড়াও প্রতিদিন সকালে এক চামচ করে মধু খেলে ঠান্ডা, কফ, কাশি ইত্যাদি সমস্যা কমে যায়।
হজম সমস্যা দূর করতে কোন ভারী খাবার খাওয়ার আগে এক চামচ মধু খাওয়া উপকারী। প্রতিদিন সকালের এক চামচ মধু সারাদিনের দেহে ক্লান্তি দূর করতেও এনার্জি বাড়াতে ভরপুর সহায়তা করে। যার কারনে দুর্বলতা ও অলসতা গ্রাস করতে পারে না।
রাতে মধু খেলে কি হয়?
মধুর ভেতরে অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে। যা সর্দি কাশির ফলে শরীরে জমে থাকা কফ কে পাতলা করে বাইরে বের করে আনতে সাহায্য করে। ওজন বাড়ানোর ক্ষেত্রেও রাতে মধু খাওয়া উপকারী। তাই আমাদের রাতে ঘুমানোর আগে জলের সাথে এক চামচ মধু মিশে খাওয়া উচিত।
যাদের পেপটিক আলসারের সমস্যা রয়েছে তারা ঘুমানোর আগে এক চা চামচ করে মধু খেলে এই সমস্যা থেকে খুব দ্রুত মুক্তি পেতে পারে।
ত্বকের সৌন্দর্য বর্ধনে মধুর উপকারিতা
মধু খাওয়ার উপকারিতা অনেক। স্বাস্থ্য সুরক্ষার, চিকিৎসাও সৌন্দর্য বর্ধনে সবখানে রয়েছে মধুর ব্যবহার। মধু হিউম্যাক্টেন্ট যোগে সমৃদ্ধ। যা ত্বককে নমনীয় বা কোমল করতে সাহায্য করে।
ফলে ত্বকে থাকা দীর্ঘ দিনের বার্ধক্যের বয়সের ছাপ আস্তে আস্তে সরে যায়। সপ্তাহে দুই থেকে তিন দিন মুখের ত্বকে ব্যবহার করে ১৫ মিনিট পর ধুঁয়ে ফেলুন।
এর ফলে চেহারা সুন্দর হয়। এছাড়া মধুতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এর সমূহ। যা সূর্যরশ্মির বিরুদ্ধে কাজ করে। এ মধু অনেকটা প্রাকৃতিক সানস্ক্রিন হিসেবে কাজ করে।
রোদে পোড়া ত্বককে স্বাভাবিক করতে মধু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চার চামচ মধুর সাথে পানি মিশিয়ে প্রতিদিন ফেসপ্যাক হিসেবে মুখে লাগালে রোদে পোড়া কালো দাগ দূর হবে চেহারা ঝলমলে হয়ে যাবে। মধু ত্বকের উজ্জ্বলতা বাড়াতে এবং তারুণ্য ধরে রাখতে সাহায্য করে। মধু ত্বকের ঘা ভালো করে।
তুলসী পাতার সাথে মধু খেলে কি হয়?
তুলসী পাতা ও মধু খাওয়ার উপকারিতা অনেক। নিচে তা দেওয়া হলো :
- কাশি কমায়: তুলসী পাতা ও মধু কাশি ও শ্বাসতন্ত্রের অনেক সমস্যা দূর করতে সাহায্য করে।
- অকালবার্ধক্য কমায় : মধু ও তুলসী পাতায় রয়েছে ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট, যা কোষের অকালবার্ধক্য কমাতে সাহায্য করে।
- কিডনিতে পাথর: তুলসী ও মধুর মিশ্রণ খেলে কিডনির বিষাক্ত পদার্থ দূর করে কিডনি কে সুরক্ষিত রাখে।
এছাড়াও নানাবিধ গুণ রয়েছে তলসী পাতা ও মধুর মিশ্রণে। মিশ্রণটি আপনারা সকালে খালি পেটে খেতে পারেন। তাহলে অনেক উপকার পাবেন এটি হতে।
মুখ গব্বরের সুরক্ষায় মধু খাওয়ার উপকারিতা
মুখ গহ্বরের যাবতীয় রোগ থেকে বাঁচার জন্য মধুর ভূমিকা অতুলনীয়। মধু দাঁতের ক্ষয় রোধ করে। অকালে দাঁত পড়ে যাওয়ার সমস্যা দূর করে। দাঁতের উপর পাথরের স্তর পড়া রোধ করে। মাড়িকে সুস্থ রাখে। মাড়ির প্রদাহ দূর করে। মুখের ঘায়ের ফলে হওয়া গর্ত ভরাট করে এবং সেখানে পুজ জমা থেকে বাধা প্রদান করে।
শরীরে তাপ উৎপাদনে মধুর খাওয়ার উপকারিতা
অতিরিক্ত শীত প্রধান দেশে শরীরের তাপমাত্রা বৃদ্ধির জন্য মদ পান করে থাকেন। তবে এক্ষেত্রে মধু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কুসুম গরম পানির সাথে এক বা দুই চামচ মধু খেলে শরীর ঝরঝরে ও তরতাজা থাকে এবং শরীরের তাপমাত্রা বৃদ্ধি পায়।
মধুর নানাবিধ উপকারিতার মধ্যে উল্লেখযোগ্য হলো
- মধু শক্তি প্রদায়ী।
- দুর্বলতা দূর হয়।
- হজমে সহায়ত করে।
- কোষ্ঠকাঠিন্য দূর করে।
- রক্তশূন্যতা দূর করে।
- পানি শূন্যতা কমায়।
- ফুসফুসে যাবতীয় রোগও শ্বাসকষ্ট নিরাময় করে।
- উচ্চ রক্তচাপ কমায়।
- দৃষ্টিশক্তি বাড়ায়।
- ওজন কমায়।
- মধু ফেটের যে কোন সমস্যা দূর করে।
- মধু হাড় এবং দাঁতের গঠনে খুব ভালো কাজ করে।
- গ্যাস্ট্রিকও আলসারের সমস্যা দূর করে।
- শরীরের দুর্বলতাও চা কফির নেশা কমায় মধু।
- হৃদরোগের চিকিৎসাও রুপ চর্চা ছাড়াও মধুর রয়েছে হাজারও ব্যবহার।
মধু খাওয়ার সঠিক নিয়ম
মধু যখন খুশি তখনই খাওয়া যায়। তবে মধু খাওয়ার সবচেয়ে ভালো সময় হলো সকালে খালি পেটে। সকালে এক গ্লাস ঠান্ডা পানি খেয়ে দুই চামচ মধু হাতের তালুতে নিয়ে ফেটে খাওয়া যায়। তবে কুসুম গরম দুধ বা কুসুম গরম পানির সাথে মধু মিশিয়ে খাওয়াটা সবচেয়ে উত্তম।
বিভিন্ন সমস্যার ক্ষেত্রে মধু খাওয়ার নিয়ম বিভিন্ন রকম হয়ে থাকে। যারা ওজন বাড়াতে চায় তাদের ক্ষেত্রে মধু খাওয়ার নিয়ম এক রকম এবং যারা ওজন বাড়াতে চাই তাদের ক্ষেত্রে মধু খাওয়ার নিয়ম অন্য রকম।
গ্যাস, এসিডিটি, বদহজম, টক ঢেকুর বেশি থাকলে লেবুর সাথে মিশিয়ে মধু খাওয়া উচিত নায়। এতে করে সমস্যা আরও বেশি হয়ে থাকে।ওজন কমানোর ক্ষেত্রে -প্রতিদিন সকালে এক গ্লাস কুসুম গরম পানির সাথে দুই চা চামচ মধু ও এক চা চামচ লেবুর রস মিশিয়ে খাওয়া।
ওজন বাড়ানোর ক্ষেত্রে -প্রতিদিন রাতে ঘুমানোর আগে কুসুম গরম পানির সাথে দুইটা চামচ মধু মিশিয়ে খাওয়া।সর্দি-কাশির ক্ষেত্রে -প্রতিদিন সকালে দুই চা চামচ মধুর সাথে এক চা চামচ তুলসী পাতার রস বা বাসক পাতার রস খেতে হবে।
মধু খাওয়ার অপকারিতা
মধুর উপকারী গুণের পাশাপাশি কিছু অপকারী গুণও রয়েছে। ডায়াবেটিস রোগীদের জন্য মধু খুবই বিপদজনক।কারণ এটি সরাসরি রক্তের শোষিত হয় বলে রক্তের শর্করাকে উচ্চ স্তরে নিয়ে যায়। সুতরাং ডায়াবেটিস রোগীদের জন্য মধু গ্রহণ নিষেধ।
অনেকে ওজন কমাতে মধু খায়। নিয়মিত মধু খেলে পাকস্থলিতে বেশি পরিমাণ গ্লুকোজ তৈরি হয়ে থাকে । এই গ্লুকোজ মস্তিষ্কের সুগার লেভেলকে হাই করে দেয়। যার ফলে মেদ কমানোর হরমোন নিঃসরণের জন্য বেশি মাত্রায় চাপ সৃষ্টি করে থাকে। ফলে তাড়াতাড়ি ওজন রোধ করা যায়।
এছাড়াও মধুর কিন্তু বেশ কয়েকটি ক্ষতিকর দিকও আছে। আর তাই এই সব রোগীরা মধু না খাওয়ায় ভালো।
- মধুর মধ্যে রয়েছে প্রাকৃতিক কার্বোহাইড্রেট। যা রক্তশর্করা বাড়িয়ে দেয়। তাই ডায়াবেটিস রোগীদের মধু ব্যবহারের সময় সতর্ক থাকা দরকার। আদৌ মধু শরীরের জন্য উপযুক্ত কিনা সেই বিষয়ে একবার চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
- মধু খেলে পেটে ব্যথা হতে পারে। যাদের গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে তাদের না খাওয়ায় ভালো। তাই যদি প্রয়োজনে মধু খেতেই হয় তাহলে তা কম পরিমাণে খাওয়া উচিত। বেশি পরিমাণে মধু খেলেই চাপ পড়ে অন্ত্রের উপর।
- কোষ্ঠকাঠিন্যের সমস্যাও বেড়ে যায় যদি রোজ মধু খেলে। গরম পানিতে মধু খেলে হাফ চামচের বেশি নয়। তবেই কিন্তু উপকার পাওয়া যায় । অতিরিক্ত মধু চাপ ফেলে হজম ক্ষমতার উপরও।
- মধু দাঁতের জন্যও ভাল নয়। অতিরিক্ত মধু খেলে দাঁতের অ্যানামেল ক্ষয়ে যায়। দাঁত দুর্বল ও ভঙ্গুর হয়ে যায়। সেই সঙ্গে দাঁত বিবর্ণও হয়ে যায়।
কোন কিছুই অতিরিক্ত পরিমাণে খাওয়া ভালো না। তাই অতিরিক্ত খেলে কিছু না কিছু পার্শ্বপ্রতিক্রিয়া অবশ্যই দেখা দিবে। যদি বেশি পুষ্টি লাভের আশায় অধিক পরিমাণে মধু খায় তাহলে ডায়রিয়া হবার সম্ভাবনা থাকে।
যারা পুষ্টিবিদরা বলেছেন বেশি পরিমাণে মধু খেলে এলার্জির পাশাপাশি হার্টবিটের সমস্যা, চোখে আবছা ভাব, সারাদিন ঘুম ঘুম ভাব, ক্লান্তি ভাব, জ্বর ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে। তাই পরিমাণ মতো প্রয়োজন অনুসারে মধু খেতে হবে।
মধুকে গরম করা হলে বা গরম পানির সাথে মিশানো হলে এর গুণাগুণ পরিবর্তীত হয়ে সেটা বিষাক্ত পদার্থ সৃষ্টি করে। যেটা খেলে শারীরিক বেশ কিছু সমস্যা দেখা দিতে পারে। তাই মধু গরম পানি, গরম চা বা গরম দুধের সাথে না মিশিয়ে কুসুম গরম পানি বা কুসুম গরম দুধের সাথে মিশিয়ে খাওয়াটাই সবচেয়ে উত্তম।
বাজারে অনেক অসাধু ব্যবসায়ী আছে যারা মধুর মধ্যেও চিনি মিশিয়ে বিক্রি করে। বাড়তি চিনি ওজন বাড়া ও স্থূলতার ঝুঁকি বাড়ায়। উচ্চমাত্রার চিনিযুক্ত খাবার স্থূলতা, প্রদাহ, ইনসুলিন রেজিস্ট্যান্স, লিভার ও হৃৎপিণ্ডে সমস্যা সৃষ্টি করতে পারে।
অতিমাত্রায় চিনি যুক্ত খাবার বিষন্নতাও স্মৃতিশক্তি হ্রাস করে থাকে। তাই চিনি যুক্ত মধু খাওয়া থেকে বিরত থাকতে হবে। আর বাজারে মধু কিনার আগে পরীক্ষা করে দেখতে হবে সেটা আসলে খাঁটি মধু না চিনি যুক্ত মধু। মধু ক্রয়ের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে।
আজকের পোস্ট এই পর্যন্তই ছিল। আশা করি আপনরা মধু খেলে কি হয়? এর উপকারিতা ও অপকারিতা সম্পর্কে সম্পূর্ণ ধারণা পেয়েছেন। মধু খেলে কি হয়? এর উপকারিতা ও অপকারিতা সম্পর্কে কোন প্রশ্ন বা কোন জানার জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আমরা অবশ্যই চেষ্টা করবো আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ।
ব্লগারের জিহাদের নীতিমালা মেনে কমেন্ট করুন;
comment url