দেওয়ালের ফাঁকা অংশের জন্য প্লাস্টারের পরিমাণ বাদ দেওয়ার নিয়ম গুলো লিখো?
দেওয়ালের ফাঁকা অংশের জন্য প্লাস্টারের পরিমাণ বাদ দেওয়ার নিয়ম গুলো নিম্নরূপ:-
- অনধিক ০.৫ বর্গমিটার তো ওপেনিং, বিম,পোস্ট, জয়েন্ট ইত্যাদির প্রান্তের জন্য কোন বাদ দেওয়া হয় না তবে রিভিল ( REVEAL) , জ্যাম্ব,সফিট,সিল,ইত্যাদির জন্য কোনো যোগ করা হয় না।
- ০.৫ বর্গমিটারের বেশি কিন্তু ৩.০ বর্গমিটার অপেক্ষা কম ওপেনিং এর ক্ষেত্রে উভয় পার্শ্বে প্লাস্টার করা হলে এক পার্শ্বের মাপ বাদ হয় ও জ্যাম্ব,সফিট,সিল ইত্যাদির জন্য কোনো বাড়িতে যোগ করা হয় না।
- দরজা এবং জানালার ওপেনিং এর ক্ষেত্রে এক পাশের পরিমাপ বাদ দেওয়া হয়, যদি উভয় পারছে প্লাস্টার করা হয় অথবা এক পার্শ্ব পয়েন্টিং করা হয়। সাধারণত বাইরের পার্শ্বের মাপ বাদ দেওয়া হয়।
- ৩ বর্গমিটারের অধিক অপেনিং এর ক্ষেত্রে উভয় পার্শ্বের মাপ বাদ দেওয়া হয় এবং জ্যাম্ব,সিলিং ইত্যাদির মাপ নেওয়া হয়।
ব্লগারের জিহাদের নীতিমালা মেনে কমেন্ট করুন;
comment url