শিকল অতিরিক্ত লম্বা ও অতিরিক্ত খাটো কেন হয়?

শিকল অতিরিক্ত লম্বা ও অতিরিক্ত খাটো কেন হয়?

উত্তর:-
_______

শিকল লম্বা হওয়ার কারণ-
  • শিকলে ব্যবহৃত রিং বা বালার জোড়া ফাঁক হয়ে গেলে।
  • লিংকের দু'প্রান্তের দিক সোজা হয়ে গেলে বা জোড়া ফাঁক হয়ে গেলে।
  • রিং বা বালাগুলো চেপ্টা বা উপবৃত্তাকার হয়ে গেলে।
  • শিকলকে যথেচ্ছা টানাটানি করলে।
শিকল অতিরিক্ত খাটো হওয়ার কারণ-
  • শিকলের লিংকগুলো বেঁকে গেলে।
  • শিকলের রিং বা বালাগুলোতে কাদা আটকে শক্ত হয়ে গেলে।
  • শিকলের কোনো লিংক মোচড় খেয়ে থাকলে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ব্লগারের জিহাদের নীতিমালা মেনে কমেন্ট করুন;

comment url