ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা ১০ জন ফুটবলারের তালিকা

ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা ১০ জন ফুটবলারের তালিকা :-

  1. লিওনেল মেসি : (আর্জেন্টিনা)
  2. পেলে : (ব্রাজিল)
  3. ম্যারাডোনা : (আর্জেন্টিনা)
  4. ক্রিশ্চিয়ানো রোনালদো : (পর্তুগাল)
  5. জোহান ক্রুইফ : ( নেদারল্যান্ড)
  6. জিনেদিন জিদান : (ফ্রান্স)
  7. মিশেল প্লাতিনি : (ফ্রান্স)
  8. ফ্রাঞ্জ বেকেনবাওয়ার : (জার্মানি)
  9. জর্জ বেস্ট : (উত্তর আয়ারল্যান্ড)
  10. আলফ্রেডো ডি স্টেফানো : (আর্জেন্টিনা)


1. লিওনেল মেসি : আর্জেন্টাইন তারকা ফুটবলার, যাকে বর্তমানে ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা বলে বিবেচিত করা হয়। তার পুরো নাম লিওনেল আন্দ্রেস মেসি কুচিতিনি, যাকে আপনারা সাধারণত লিওনেল মেসি নামেই চিনে থাকেন। 

তিনি ১৯৮৭ সালের ২৪ জুন আর্জেন্টিনা, রোজারিও তে জন্মগ্রহণ করেন। তিনি ২০০৫ সালে, ১৮ বছর বয়সে হাঙ্গেরির সাথে একটি ফ্রেন্ডলি ম্যাচে বেঞ্চ থেকে নেমে জাতীয় দলে অভিষেক করেন। তার নামের পাশে রয়েছে ১ বিশ্বকাপ ও ২টি কোপা আমেরিকা।


2. পেলে : ব্রাজিল দলের সাবেক কিংবদন্তি খেলোয়ার। ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা ফুটবলারের মধ্যে তিনি অন্যতম। তার পুরো নাম এদসোঁ আরাঁচ দু নাসিমেঁতু, যাকে সাধারণত আপনারা পেলে নামেই চিনে থাকেন। 

পরিবারে তার ডাকনাম ছিলো জিকো। তিনি ২৩ অক্টোবর ১৯৪০ সালে জন্মগ্রহণ করেন। যদিও তিনি আজ বেঁচে নেই, তবে তিনি নিজের নাম ইতিহাসের পাতায় লিখে গেছেন। তিনি ২৯ ডিসেম্বর ২০২২ সালে মৃত্যু বরন করেন। তার নামের পাশে রয়েছে ৩টি বিশ্বকাপ।


3. দিয়েগো ম্যারাডোনা : দিয়েগো আরমান্দো ম্যারাডোনা ফ্রাঙ্কো, যাকে সাধারণ আপনারা দিয়েগো ম্যারাডোনা হিসেবে চিনে থাকেন। তিনি আর্জেন্টাইন পেশাদার ফুটবলার এবং কোচ ছিলেন। ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা খেলোয়াড়দের একজন হিসেবে বেশ পরিচিত। 

তিনি ৩০ অক্টোবর ১৯৬০ সালে আর্জেন্টিনা, ল্যানুস শহরে জন্মগ্রহণ করেন। যদিও তিনি আর বেঁচে নেই, তবে তিনি ইতিহাসের পাতায় সেরা প্লেয়ার হিসেবে রয়ে যাবেন। তিনি ২৬ নভেম্বর ২০২০ সালে মৃত্যুবরন করেন।


4. ক্রিশ্চিয়ানো রোনালদো : ক্রিশ্চিয়ানো রোনালদো ডস সান্তোস আভেইরো, যাকে সাধারণত আপনারা রোনালদো নামে বেশি চিনে থাকেন। তিনি একজন পর্তুগিজ পেশাদার ফুটবলার। তাকে পর্তুগালের ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা খেলোয়াড়ও বলা হয়ে থাকে। 

তিনি ৫ ফেব্রুয়ারী, ১৯৮৫ সালে জন্মগ্রহণ করেন। বর্তমানে তার বয়স ৩৯ বছর। তিনি ২০০৩ সালে ১৮ বছর বয়সে পর্তুগালের হয়ে অভিষেক ম্যাচ খেলেন। তার নামের ১টি ইউরো কাপ রয়েছে।


5. জোহান ক্রুইফ : হেনড্রিক জোহানেস ক্রইজফ, যাকে সাধারণত আপনারা জোহান ক্রুইফ নামে চিনে থাকেন। তিনি একজন ডাচ পেশাদার ফুটবলার এবং ম্যানেজার ছিলেন। তিনি ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ ডাচ ফুটবলার হিসেবে পরিচিত। 

তিনি ২৫ এপ্রিল, ১৯৪৭ সালে জন্মগ্রহণ করেন। তবে বর্তমানে তিনি আর বেঁচে নেই। তিনি ২৪ মার্চ, ২০১৬ সালে মৃত্যুবরণ করেন।


6. জিনেদিন জিদান : জিনেদিন ইয়াজিদ জিদান, যাকে সাধারণত আপনারা জিনেদিন জিদান হিসেবে চিনে থাকেন। তিনি ফরাসি পেশাদার ফুটবল ম্যানেজার এবং সাবেক খেলোয়াড় যিনি আক্রমণাত্মক মিডফিল্ডার হিসেবে খেলতেন। ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা ফুটবলারের মধ্যে তিনি অন্যতম।

তিনি ২৩ জুন, ১৯৭২ সালে জন্মগ্রহণ করেন। বর্তমানে তার বয়স ৫২ বছর। তার নামের পাশে রয়েছে একটি বিশ্বকাপ ও একটি ইউরো কাপ রয়েছে।


7. মিশেল প্লাতিনি : মিশেল ফ্রাঁসোয়া প্লাতিনি, যাকে সাধারণত আপনারা প্লাতিনি নামে চিনে থাকেন। তিনি একজন ফরাসি প্রশাসক এবং প্রাক্তন খেলোয়াড় ও ম্যানেজার। তিনি সর্বকালের সেরাদের একজন বলে বিবেচিত। তিনি ২১ জুন, ১৯৫৫ সালে জন্মগ্রহণ করেন।


8. ফ্রাঞ্জ বেকেনবাওয়ার : ফ্রাঞ্জ অ্যান্টন বেকেনবাওয়ার, যাকে সাধারণত আপনারা বেকেনবাওয়ার নামে চিনে থাকেন। তিনি একজন জার্মান পেশাদার ফুটবল খেলোয়াড়, ম্যানেজার এবং কর্মকর্তা। তার ডাকনাম ডার কায়সার। 

তিনি ফিফা বিশ্বকাপ, ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স কাপ এবং ব্যালন ডি'ওর জিতেছেন। তিনি ১১ সেপ্টেম্বর, ১৯৪৫ সালে জন্মগ্রহণ করেন। তবে তিনি আর বেঁচে নেই। তিনি ৭ জানুয়ারি, ২০২৪ সালে মৃত্যুবরণ করেন।


9. জর্জ বেস্ট : জর্জ বেস্ট একজন উত্তর আইরিশ পেশাদার ফুটবলার ছিলেন। তার ক্যারিয়ারের বেশিরভাগ সময় কেটেছে ম্যানচেস্টার ইউনাইটেডে। 

একজন দক্ষ ড্রিবলার সর্বকালের সেরা হিসেবে বিবেচনা করা হয় তাকে। তিনি ২২ মে, ১৯৪৬ সালে জন্মগ্রহণ করেন। তবে তিনি আর বেঁচে নেই। ২৫ নভেম্বর, ২০০৫ সালে তিনি মৃত্যুবরন করেন।


10. আলফ্রেডো ডি স্টেফানো : আলফ্রেডো স্টেফানো ডি স্টেফানো লাউলহে, যাকে সাধারণত আপনারা আলফ্রেডো ডি স্টেফানো নামে চিনে থাকেন। তিনি একজন আর্জেন্টাইন। তিনি একজন পেশাদার ফুটবলার এবং কোচ ছিলেন। 

তিনি একজন ফরওয়ার্ড ছিলেন। তাকে সর্বকালের সেরা ফুটবলারদের একজন বিবেচিত করা হয়। তিনি ৪ জুলাই, ১৯২৬ সালে জন্মগ্রহণ করেন। তবে তিনি আর বেঁচে নেই। তিনি ৭ জুলাই, ২০১৪ সালে মৃত্যুবরণ করেন।

লেখকের মন্তব্য

আশা করি পোস্ট টি থেকে আপনি অনেক অজানা তথ্য জানতে পেরেছেন। পোস্ট টি হতে কোনো উপকার পেলে বা পোস্ট টি ভালো লাগলে পরিচিত দের সাথে সেয়ার করুন। আর আপনার কোনো সমস্যা বা মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। 

আর এমন পোস্ট পেতে অবশ্যই আমাদের গুগলে ফোলো করে রাখুন। কেননা আমরা প্রতিনিয়ত এমন পোস্ট করে থাকি। যা আপনার জ্ঞান বৃদ্ধি তে ভূমিকা রাখবে। আমরা আমাদের জন্য নির্ভুল তথ্য দেওয়ার চেষ্টা করি। 

আমাদের আর্টিকেলে যদি কোন প্রকার ভুল থাকে তবে তা কমেন্টে জানাতে ভুলবেন না। এর ফলে আমরা পরবর্তীতে সে ভুল সংশোধন করতে পারবো এবং আপনাদের নির্ভুল ও সঠিক তথ্য প্রদান করতে পারবো।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ব্লগারের জিহাদের নীতিমালা মেনে কমেন্ট করুন;

comment url