বিশ্বের সেরা ১০জন ফুটবলারের তালিকা-২০২৪

বর্তমানে অনেক তারকা ফুটবলার রয়েছে। যারা তাদের প্রতিভা ও দক্ষতা দ্বারা পুরো বিশ্বকে চমকিত করেছে। চলুন একনজরে দেখে নি বিশ্বের সেরা ১০ জন ফুটবলারের তালিকা :
  • লিওনেল মেসি (আর্জেন্টিনা, ইন্টার মায়ামি)
  • কেলিয়ান এমবাপ্পে (ফ্রান্স, রিয়াল মাদ্রিদ)
  • রদ্রিগো হার্নান্দেজ (স্পেন, ম্যানচেস্টার সিটি)
  • ভিনিসিয়াস জুনিয়র (ব্রাজিল, রিয়াল মাদ্রিদ)
  • জুড বেলিংহাম (ইংল্যান্ড, রিয়াল মাদ্রিদ )
  • কেভিন ডে ব্রুইনা (বেলজিয়াম, ম্যানচেস্টার সিটি)
  • লাওতারো মার্টিনেজ (আর্জেন্টিনা, ইন্টার মিলান)
  • লামিন ইয়ামাল (স্পেন, বার্সেলোনা)
  • এরলিং হ্যাল্যান্ড (নরওয়ে, ম্যানচেস্টার সিটি)
  • ড্যানিয়েল কারভাজাল (স্পেন, রিয়াল মাদ্রিদ)

1. লিওনেল মেসি : লিওনেল আন্দ্রেস মেসি কুচিত্তিনি, যাকে সাধারণত আপনারা লিওনেল মেসি নামে চিনে থাকেন। তিনি ১৯৮৭ সালের ২৪ জুন জন্মগ্রহণ করেন। লিওনেল মেসি একজন আর্জেন্টাইন ফুটবলার। বর্তমানে তার ক্লাবের নাম ইন্টার মায়ামি। লিওনেল মেসির কাছে বয়সটা যেন শুধুমাত্রই একটি সংখ্যা। 


2. কিলিয়ান এমবাপ্পে: কিলিয়ান এমবাপ্পে লোটিন, যাকে আপনারা সাধারণত কিলিয়ান এমবাপ্পে বা এমবাপ্পে নামে চিনে থাকেন। তিনি ১৯৯৮ সালের ২০ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। তিনি ফ্রান্স জাতীয় দল এবং স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে ফরওয়ার্ড হিসেবে খেলে থাকেন।


3. রদ্রিগো হার্নান্দেজ: রদ্রিগো হার্নান্দেজ ক্যাসকান্তে, সাধারণত আপনারা তাকে রদ্রি বা রদ্রিগো নামেই চিনে থাকেন। তিনি ১৯৯৬ সালের ২২ জুন জন্মগ্রহণ করেন। তিনি স্পেন জাতীয় দল এবং ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির হয়ে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলে থাকেন।


4.ভিনিসিয়াস জুনিয়র: ভিনিসিয়াস জোসে পাইক্সাও ডি অলিভেরা জুনিয়র, যাকে আপনারা সাধারণত ভিনিসিয়াস জুনিয়র বা ভিনি নামে চিনে থাকেন। তিনি ২০০০ সালের ১২ই জুলাই জন্মগ্রহণ করেন। তিনি ব্রাজিল জাতীয় দল এবং স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে লেফট উইঙ্গার হিসেবে খেলে থাকেন।


5. জুড বেলিংহাম: জুড ভিক্টর বেলিংহাম, যাকে সাধারণত আপনারা জুড বেলিংহাম বা বেলিংহাম হিসেবে চিনেন। তিনি ২০০৩ সালের ২৯ জুন জন্মগ্রহণ করেন। তিনি ইংল্যান্ড জাতীয় দল এবং লা লিগা ক্লাব রিয়াল মাদ্রিদ দলের হয়ে সেন্টার মিডফিল্ডার বা আক্রমণাত্মক মিডফিল্ডার হয়ে খেলে থাকেন।


6. কেভিন ডে ব্রুইনা: কেভিন ডে ব্রুইনা, বেলজিয়াম জাতীয় দলের পেশাদার ফুটবলার। তিনি ১৯৯১ সালের ২৮ই জুন জন্মগ্রহণ করেন। তিনি বেলজিয়াম জাতীয় দল এবং ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি দলের হয়ে মিডফিল্ডার হিসেবে খেলে থাকেন।


7. লাওটারো মার্টিনেজ: লাওতারো জাভিয়ের মার্টিনেজ, যাকে আপনারা সাধারণত লাওতারো মার্টিনেজ হিসেবে চিনে থাকেন। তিনি ১৯৯৭ সালের ২২ আগস্ট জন্মগ্রহণ করেন। তিনি আর্জেন্টিনা জাতীয় দল এবং ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান ক্লাবের হয়ে স্ট্রাইকার হিসেবে খেলে থাকেন।


8. এরলিং হ্যাল্যান্ড: এরলিং ব্রাউট হ্যাল্যান্ড, যাকে সাধারণত আপনারা এরলিং হ্যাল্যান্ড হিসেবে চিনে থাকেন। তিনি ২০০০ সালের ২১ই জুলাই জন্মগ্রহণ করেন। তিনি নরওয়ে জাতীয় দল এবং ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি দলের হয়ে মেইন স্ট্রাইকার হিসেবে খেলে থাকেন।


9.লামিন ইয়ামাল: লামিন ইয়ামাল নাসরাউই ইবানা, যাকে আপনারা সাধারণত লামিন ইয়ামাল নামে চিনে থাকেন। তিনি ২০০৭ সালের ১৩ই জুলাই জন্মগ্রহণ করেন। তিনি স্পেন জাতীয় দল এবং স্প্যানিশ ক্লাব বার্সেলোনার হয়ে রাইট উইঙ্গার হিসেবে খেলে থাকেন।


10. ড্যানিয়েল কারভাজাল: ড্যানিয়েল কারভাজাল রামোস, যাকে আপনারা সাধারণত কারভাজাল নামে চিনে থাকেন।  তিনি ১৯৯২ সালের ১১ই জানুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি স্পেন জাতীয় দল এবং স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ দলের হয়ে রাইট ব্যাক হিসেবে খেলে থাকেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ব্লগারের জিহাদের নীতিমালা মেনে কমেন্ট করুন;

comment url