terms and condition
শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষণীয় বিষয় গুলো সবার সামনে তুলে ধরে তাদের মেধা বিকাশে সহায়তা করা আমাদের https://www.bloggerjihad.com ব্লগে পথচলা। বিজ্ঞান, সাধারণ জ্ঞান, চিকিৎসা, ইসলামিক পোস্ট সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য গুলো গুগলে পাবলিশ করে সকলের মেধা বিকাশে সহায়তা করে থাকি।
এই https://www.bloggerjihad.com ব্লগটি মূলত বিজ্ঞান, সাধারণ জ্ঞান, চিকিৎসা, ইসলামিক পোস্ট বিষয়ক বিভিন্ন অজানা তথ্য প্রচার করে থাকে। আমাদের সমাজে এমন অনেক লোক আছে যারা নতুন কিছু শিখতে চাই, তবে কোন কারণবশত সেটা পারে না, আমাদের এই ওয়েবসাইটটি তাদের কথা ভেবে এমন সকল অজানা নতুন নতুন বিষয় নিয়ে আর্টিকেল লিখে থাকে যা থেকে তারা যেন লাভবান হতে পারে।
https://www.bloggerjihad.com এই ব্লগিং সাইটটি মূলত প্রত্যেক কে সহযোগীতা করার উদ্দেশ্যে তৈরী। এই বিষয় নিয়ে যদি কোন মন্তব্য থাকে বা অন্য কোন বিষয় নিয়ে জানার থাকে তাহলে আপনাকে অবশ্যই নিম্নোলিখিত বিষয় গুলো মাথায় রেখে কমেন্ট বক্সে আপনার মতামত দিতে পারববেন:
কোনো ইউজার বিভিন্ন প্রকারের যোগাযোগ ঠিকানা দিলে সেই ইউজার কে কোনো নোটিশ ছাড়াই সঙ্গে সঙ্গে স্থায়ীভাবে ব্লক করা হবে।
অনৈতিক, অশ্লীল, কপিরাইট আইন ভঙ্গ করে এমন কোনো ছবি, তথ্য ও লেখা কমেন্টে প্রকাশ করা যাবে না। ধর্ম, ধর্মগ্রন্থের বাণী ও সামাজিক প্রক্ষাপটকে আঘাত করে এধরনের লেখা কমেন্টে প্রকাশ করা যাবে না।
অশ্লীল, কুরুচিপূর্ণ, অপমানজনক, উস্কানিমূলক, আপত্তিকর, অশালীন ইঙ্গিতপূর্ণ কোনো শব্দ বা বাক্য কমেন্টে ব্যবহার করা যাবে না। সেই সাথে কোন জাতি বা ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এবং রাজনৈতিক বিষয়ক কোন লেখা কমেন্টে দেয়া যাবে না।
প্রচারণার উদ্দেশে মন্তব্য কোন সাইট বা সার্ভিসের লিংক প্রকাশ করা যাবে না। মন্তব্যের আইনগত বা অন্য কোনো দায়দায়িত্ব এই ব্লগ বহন করে না।
(নীতিমালা সংশ্লিষ্ট কোন ফিডব্যাক থাকলে ব্লগ অ্যাডমিনকে মেইল এর মাধ্যমে জানাতে পারেন)
আপনার সম্পূর্ণ নাম লিখুন
আবার ব্যবহার করা ইমেইল এড্রেস লিখুন *
আপনার মন্তব্য লিখুন *
ব্লগারের জিহাদের নীতিমালা মেনে কমেন্ট করুন;
comment url